পথশ্রী প্রকল্পে ৩৫২ কিলোমিটার রাস্তা পুননির্মাণের কাজ শুরু হবে নদিয়ায়, বললেন জেলা শাসক

আমাদের ভারত, নদিয়া, ৩ অক্টোবর: রাজ্যজুড়ে ১২ হাজার কিলোমিটার রাস্তা তৈরির লক্ষ্যে উত্তরবঙ্গে ২ অক্টোবর গান্ধী জয়ন্তীতে পথশ্রী প্রকল্পের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পথশ্রী প্রকল্পে মূলতঃ গ্রামীণ রাস্তাকে পুননির্মাণ করাই উদ্দেশ্য। গতকাল গান্ধী জয়ন্তীর দিন থেকে এই পথশ্রী প্রকল্প চালু হয়েছে।

নদিয়ার জেলা শাসক বিভু গোয়েল এক সাংবাদিক বৈঠকে জানান, নদীয়া জেলায় মোট ২০৯টা রাস্তা আছে যার কাজ গতকাল থেকে ধাপে ধাপে শুরু হয়েছে। ৩৫২ কিলোমিটার রাস্তা এই পথশ্রী প্রকল্পে পুনঃ নির্মাণের কাজ চালু হবে। তারপরও যদি দেখা যায় আরও কিছু রাস্তা আছে যেখানে মানুষের উপকার হবে তাহলে সরকার সেই রাস্তা গুলোও পথশ্রী প্রকল্পের আওতায় নিয়ে আসবে।স্থানীয় মানুষজন যদি বলে যে রাস্তার কাজ ঠিকমতো হচ্ছে না তাহলে কন্ট্রাকটরের উপর ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *