শেরিফ পদে বহাল করা হোক সৌরভ গাঙ্গুলিকে, তাহলে অন্তত কিছুটা মুখ রক্ষা হবে: সুকান্ত মজুমদার

আমাদের ভারত, ২৪ মে: কলকাতার শেরিফ পদে বসানো হোক সৌরভ গাঙ্গুলিকে, এমনটাই দাবি করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর মতে সৌরভ গাঙ্গুলিকে শেরিফ করা হলে কিছুটা হলেও মুখ রক্ষা করা হবে রাজ্য সরকারের।

মঙ্গলবার সৌরভকে ত্রিপুরার পর্যটনের মুখ করার কথা ঘোষণা করেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। আর এর পরেই তৃণমূল সরকারকে তুলধনা করে বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, সৌরভকে বাংলা মর্যাদা না দিলেও প্রতিবেশী রাজ্য অন্তত দিয়েছে। বুধবার রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত জানান, পরশি রাজ্য ত্রিপুরা যা পারলো বাংলা সেটা পারল না। বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলিকে ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে।

গতকালই ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতির বাড়িতে এসে তাকে রাজ্য পর্যটনের মুখ হওয়ার আহ্বান জানার পর্যটন মন্ত্রী। তারপর ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা টুইট করে জানান, সৌরভ গাঙ্গুলি ত্রিপুরার পর্যটন দপ্তরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন। রাজ্য সরকারের পাঠানো প্রস্তাব গ্রহণ করেছেন সৌরভ। এই ঘোষণা সামনে আসার পরে বাংলার রাজনীতিতে তরজা শুরু হয়েছে। আর এই তরজাকে আরো কিছুটা উস্কে দিয়ে নতুন দাবি জানালেন রাজ্য বিজেপির সভাপতি। তিনি বলেন, সৌরভ গাঙ্গুলি বাংলার আইকন, তিনি বাংলার আইডল। তাঁর কথায়, সৌরভ গাঙ্গুলি বাঙালির কাছে গর্ব। কলকাতা পুরসভার শেরিফ পদে এখন কেউ নেই। এই পদটি ফাঁকা রয়েছে। তাই আমি দাবি করছি অবিলম্বে সৌরভকে সেই পদে বসানো হোক। তাহলে যদি কিছুটা মুখ রক্ষা করা যায়।

তিনি আরও বলেন, বাংলার সরকারের উচিত ছিল তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা। ত্রিপুরাতেও বাঙালি থাকে তাই তাকে ওখানকার ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হলো।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here