বিশ্বশান্তির বার্তা নিয়ে মুক্তি পাচ্ছে, শান্তি সুমহান- Tagore for Peace

আমাদের ভারত, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘদিন ধরে আমরা মহামারীর কবলে আক্রান্ত। পৃথিবীর স্বাভাবিক গতি স্তব্ধ। সেই গতি স্বাভাবিক ছন্দে ফিরতে না ফিরতেই পৃথিবীর বিভিন্ন প্রান্তে অশান্ত পরিবেশে মানবিকতার লুন্ঠন। এই পরিস্থিতিতে সাঙ্গীতিক নির্মাণের মধ্যে দিয়ে বিশ্বশান্তির বার্তা পৌঁছে দিতে চলেছেন শুভদীপ চক্রবর্তী ও চিরন্তন ব্যানার্জি।

বিশ্বশান্তির জন্য রবীন্দ্রনাথের বিভিন্ন কার্যকলাপ ও সৃজনের মধ্যে দিয়ে নির্মিত হতে চলেছে – শান্তি সুমহান- Tagore for Peace। গানে থাকছেন এরিনা মুখার্জি, শ্রীতমা বসু ও চিরন্তন ব্যানার্জি। ভাষ্যে ও কবিতা আবৃত্তিতে রায়া ভট্টাচার্য্য ও শুভদীপ চক্রবর্তী। বিষয়টির ভাবনা ও সংকলন শুভদীপ-এর। সংগীত পরিচালনার দায়িত্ব সামলেছেন চিরন্তন। শুভদীপ-চিরন্তনের এই কাজটি পরিবেশন করছে সিঙ্গাপুরের ঐতিহ্যপূর্ণ সংস্থা- টেগোর সোসাইটি। সেপ্টেম্বর মাসের শেষেই এই কাজটি মুক্তি পাবে। সেপ্টেম্বর মাসেই আক্রান্ত হয়েছিল আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, প্রাণ হারিয়েছিলেন বহু অসহায় মানুষ। এই সেপ্টেম্বর মাসেই চলে গিয়েছিলেন মাদার টেরেসা। আবার এই সেপ্টেম্বর মাসেই আমেরিকার শিকাগো-তে বক্তৃতা দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। তাই এই মাসে শুভদীপ-চিরন্তনের বিশ্বশান্তির জন্য এই প্রয়াস বিশেষ তাৎপর্য বহন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *