আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ জুন: বৃহস্পতিবার সকালে শালবনী ব্লকের ভাদুতলা বিবেকানন্দ হাইস্কুলের প্রাক্তনী ও শুভানুধ্যায়ীদের উদ্যোগে এবং মেদিনীপুর কুইজ কেন্দ্র, দীনবন্ধু ট্রাস্ট, সমব্যথী, নোভাটেক রাইস মিল, আরইডিসি ইত্যাদি সংস্থার সক্রিয় সহযোগিতায় এবং বিদ্যালয়ের ব্যবস্থাপনায় করোনা ও আমফান দুর্গতদের জন্য ত্রাণ শিবিরের আয়োজন করা হয়। সার্ভের মাধ্যমে এলাকার ১৪টি গ্রামের বাছাই করা মোট ১৫২টি পরিবারের হাতে এই ত্রাণ হিসেবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী, সাবান ও একটি করে উচ্চফলনশীল পেয়ারার চারা তুলে দেওয়া হয়েছে।
কর্মসূচির শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিতেশ চৌধুরী। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালবনি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জয় মালাকার। সহযোগী সংগঠন গুলির তরফে উপস্থিত ছিলেন মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির তরফে রিঙ্কু চক্রবর্তী, গৌতম বোস, ড: মৌসম মজুমদার, ড: প্রসূন কুমার পড়িয়া, সুভাষ জানা, আল্পনা দেবনাথ বোস দীনবন্ধু ট্রাস্টের তরফে সৌমিত্র মন্ডল ও শুভব্রত চক্রবর্তী, নোভাটেক রাইস মিল কর্তৃপক্ষ, আরইডিসি কর্তৃপক্ষ, সমব্যথী সংস্থার ফাকরুদ্দিন মল্লিক, নিয়াজ আলম, কার্তিক গুছাইত প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বহু গুণীজন। সহ প্রধান শিক্ষক ড: সুরজিত ঘোষাল এবং প্রাক্তনীদের তরফে সুকুমার সিংহ উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়াও উপস্থিত ছিলেন অরিন্দম দাস, মণিকাঞ্চন রায়, সুদীপ কুমার খাঁড়া, নরসিংহ দাস, অন্তরা বসু জানা, অরুণাশু শেখর পড়িয়া, চঞ্চল হাজরা, সূর্যশিখা ঘোষ, মৃণ্ময়ী খাঁড়া, শুভরাজ আলি খাঁন, ভার্গব সরকার, অরুণাংশু দে প্রমুখ।