খাদ্য আন্দোলনের শহিদদের স্মরণ দাঁতনে

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩১ আগস্ট:
১৯৫৯ সালে আজকের দিনে অর্থাৎ ৩১ আগস্ট খাদ্য আন্দোলনে সামিল হয়ে কলকাতার রাজপথে নিহত হন ৮০ জন এবং আহত হন শতাধিক বামপন্থী কর্মী। ষাটের দশকে রাজ্যের কংগ্রেস সরকারের আমলে খাদ্য সঙ্কট মেটানোর দাবিতে বামফ্রন্টের নেতৃত্বে কলকাতার রাজপথে শুরু হয় খাদ্য আন্দোলন। সেই সকল শহিদদের স্মৃতির উদ্দেশ্যে প্রতি বছর ৩১ আগস্ট সিপিএমের উদ্যোগে সাড়ম্বরে রাজ্যব্যাপী খাদ্য আন্দোলন শহিদ দিবস উদযাাপিত হয়। কিন্তু এবছর মহামারী করোনা এবং আজকের দিনটিতে লককডাউনের কারণে সকাল ৬ টার পূর্বে সরকারি বিধি নিষেধ মেনে অল্প কতিপয় কর্মী সমর্থক নিয়ে সিপিএম দাঁতন-১নং ব্লক কমিটির উদ্যোগে দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে বিভিন্ন বুথ ও শাখা এলাকায় দিনটি উদযাপিত হয়েছে।

অনুষ্ঠানের সংক্ষিপ্ত বক্তব্যে দাঁতন এরিয়া কমিটির সম্পাদক তথা সিপিএম পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সদস্য কমরেড সন্দীপ রায় দিনটির গুরুত্ব ও তাৎপর্য উল্লেখ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *