
জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১১ আগস্ট:
স্বাধীনতা আন্দোলনের অন্যতম শহিদ ক্ষুদিরাম বসুর মৃত্যু বার্ষিকীতে মেদিনীপুর শহর সহ জেলার বিভিন্ন স্থানে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এদিন জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্থানীয় এলআইসি মোড়ে ক্ষুদিরাম বসুর আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন অজিত মাইতি, বিশ্বনাথ পাণ্ডব, গোপাল সাহা ও অন্যান্যরা।
শহিদ ক্ষুদিরাম বসুর ১১৩ তম আত্মবলিদান দিবস উপলক্ষ্যে যুব কংগ্রেসের পক্ষ থেকে কেশপুরের মোহবনি গ্রামে তার জন্মভিটেতে আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়েছে। উপস্থিত ছিলেন শেখ নাসির আলী, মোসলেম মল্লিক, আজাহার মল্লিক, আরিফ জামান, জহির আলী, নুরহোসেন খান, শেখ আসানুল্লা, আজাদ আলী প্রমুখ। এদিন ভোর সাড়ে চারটে নাগাদ মেদিনীপুর শহরে ক্ষুদিরামের মর্মর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান মিডনাপুর ডট ইন সংস্থার সদস্যরা। সংগঠনের অন্যতম সদস্য অরিন্দম ভৌমিক জানান, প্রতি বছর এই দিনটিতে আমরা বীর শহিদের ফাঁসি স্থল মুজাফফরপুর গিয়ে তাকে শ্রদ্ধা জানিয়ে থাকি। কিন্তু করোনা মহামারীর কারণে এবছর তা সম্ভব হল না lল।