দুই জেলায় পালিত হয়েছে প্রজাতন্ত্র দিবস

আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৭ জানুয়ারি: পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় ২৬শে জানুয়ারি একাত্তর তম প্রজাতন্ত্র দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দুই জেলার বিভিন্ন অফিস-আদালত শিক্ষাপ্রতিষ্ঠান এবং সংস্থার পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন করে দিনটি পালন করা হয়েছে। শালবনি ব্লকের মধুপুর হাই স্কুলের ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা এলাকা প্রদক্ষিণ করে জাতীয় পতাকা উত্তোলন করেন। এদিন মেদিনীপুর পুলিশ লাইনে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা শাসক রশমি কমল। জেলাশাসক এবং পুলিশ সুপার দিনেশ কুমার কুচকাওয়াজ প্রদর্শন করেন। পশ্চিম মেদিনীপুরের খাকুরদা ইয়ুথ ক্লাবের উদ্যোগে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দশ কিলোমিটার ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। তাতে যোগ দেন সত্তর জন পুরুষ এবং কুড়িজন মহিলা।

জেলার গোবরু প্রাথমিক বিদ্যালয়ের স্কুল মাঠে আমরাই প্রাথমিক শিক্ষক সংস্থার উদ্যোগে রিপাবলিক কাপ ২০২০ ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিন ঝাড়গ্রামের এড়গোদা নিত্যানন্দ বিদ্যায়তনে যথাযোগ্য মর্যাদার সঙ্গে ভারতের একাত্তর তম প্রজাতন্ত্র দিবস পালন করা হয়েছে। জঙ্গলমহলের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিয়োজিত সিআরপিএফের একশো ঊনসত্তর নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা বাঁশপাহাড়ি এলাকার গ্রামবাসীদের এবং ছাত্র-ছাত্রীদের নিয়ে দেশের একাত্তর তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করেছেন। ব্যাটেলিয়ানের কমান্ড্যান্ট
বিএকে চৌরাসিয়া ও নেগুড়িয়া ক্যাম্পের অন্যান্য সিআরপিএফ আধিকারিকরা প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *