স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৬ জানুয়ারি: করোনা সতর্কতা ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দেশের ৭২ তম সাধারণতন্ত্র দিবস উদযাপন করল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। ঘড়িতে ৯ টা বাজতেই রায়গঞ্জ স্টেডিয়াম ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করলেন উত্তর দিনাজপুর জেলাশাসক অরবিন্দ কুমার মীনা। তাঁকে সহযোগিতা করেন রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমার।
জাতীয় পতাকা উত্তোলনের পর জেলাবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন জেলাশাসক অরবিন্দ কুমার মীনা। জেলার সার্বিক উন্নয়নের চিত্র তুলে ধরার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও দেশের অখন্ডতা বজায় রাখতে জেলাবাসীর কাছে আহ্বান জানান তিনি। এরপর জেলাশাসক অরবিন্দ কুমার মীনা এবং পুলিশ সুপার সুমিত কুমার সম্মিলিত বাহিনী পরিদর্শন করেন।
কুচকাওয়াজের দলের অভিভাদন গ্রহন করেন জেলাশাসক। সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে কুচকাওয়াজে অংশ নেয় রাজ্য পুলিশের চতুর্থ আরক্ষা বাহিনী, ডিস্ট্রিক্ট আর্মড ফোর্স, সিভিল ডিফেন্স, বিভিন্ন স্কুলের এনসিসি বাহিনী। প্রদর্শিত হয় রাজ্য সরকারের দুয়ারে সরকার, কন্যাশ্রী, রূপশ্রী সহ বিভিন্ন জনমুখী প্রকল্পের ট্যাবলো। সবশেষে রায়গঞ্জ স্টেডিয়াম ময়দানে দেশের ৭২ তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে রায়গঞ্জের বিভিন্ন কালচারাল ফোরামের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।