স্নেহাশীষ মুখার্জি,বআমাদের ভারত, নদিয়া, ১১ জুলাই:
জাতীয় সড়কের পাশে ঝোঁপের ভিতর থেকে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল নদিয়ার চাকদহে।
চাকদহের কেবিএম এলাকার বাসিন্দা পেশায় নির্মাণ কর্মী অসীম দাস শুক্রবার সকালে মহাজনদের দেওয়ার জন্য প্রায় দুই লক্ষ টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন। অভিযোগ, সন্ধ্যে পর্যন্ত বাড়ি না ফেরায় অসীম বাবুর খোঁজ শুরু করে তার পরিবারের লোকজন। পরে গভীর রাতে ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে একটি লাইন হোটেলের পাশের ঝোঁপের ভিতর থেকে তার দেহ উদ্ধার হয়।
পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে অসীম বাবুকে। ঘটনায় শনিবার ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।