বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার বেলদায়

আমাদের ভারত, মেদিনীপুর, ২৯ ফেব্রুয়ারি: শনিবার বিরল প্রজাতির একটি কচ্ছপ উদ্ধার করেছে বেলদা বন দফতর। বেলদা থানার খাকুড়দার উত্তর বাসুটিয়ার বাসিন্দা শক্তিপদ পণ্ডিতের বাড়ির সামনে কচ্ছপটিকে ঘুরতে দেখে  বন দফতরে খবর দেওয়া হয়। বেলদা বন দফতরের দুই কর্মী গিয়ে উদ্ধার করে আনেন বিরল এই কচ্ছপটি। 

বন দফতর সূত্রে জানাগেছে, পেনিনসুলা কুটার প্রজাতির এই কচ্ছপ মূলত নদীর মিস্টি জলে থাকে। কোনওভাবে দিকভ্রষ্ট হয়ে এই এলাকায় চলে এসেছে।  তবে কোথাও পাচার করার সময় এলাকায় এসেছে কি না তা তদন্ত করে দেখছে বন বিভাগ। কচ্ছপটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হিজলি ফরেস্ট রেসকিউ সেন্টারে পাঠানো হচ্ছে। পরে নদীতে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানাচ্ছেন বন বিভাগের আধিকারিকেরা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here