পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত মনোরঞ্জন সাহুকে সংবর্ধনা কলমাপুকুরিয়া গ্রামের বাসিন্দাদের

অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৭ জানুয়ারি: জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকা ঝাড়গ্রাম জেলার নয়াগ্ৰামের কলমাপুকুরিয়া গ্রামের বাসিন্দা পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত মনোরঞ্জন সাহুর হাতে ফুলের তোড়া এবং উপহার তুলে দিয়ে সম্মান জানালেন। দেশের কাছে গ্রামের মুখ উজ্জ্বল করার জন্য যেমন কলমাপুকুরিয়ার গ্রামবাসীরা গর্বিত, তেমন নিজের জন্মভূমির বাসিন্দাদের হাত থেকে সম্মান পেয়ে উৎফুল্ল পদ্মশ্রী জয়ী ব্যক্তি।

উল্লেখ্য, জন্মসূত্রে নয়াগ্ৰাম ব্লকের কলমাপুকুরিয়া গ্রামের মনোরঞ্জন সাহু বর্তমানে কর্মসুত্রে উত্তর প্রদেশের বেনারসের বাসিন্দা। স্কুল জীবন নিজের এলাকায় কাটিয়ে বেনারস হিন্দি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যান।পরে সেখানেই আয়ুর্বেদ চিকিৎসক হিসাবে কর্মজীবন শুরু করেন। আয়ুর্বেদ শাস্ত্রে তাঁর কৃতিত্বের জন্য এবছর কেন্দ্র সরকারের পক্ষ থেকে তাঁকে পদ্মশ্রী সম্মানের জন্য নির্বাচিত করা হয়। এই খবরে খুশি হয়ে নিজেদের গ্রামের গর্ব পদ্মশ্রী জয়ী মনোরঞ্জন সাহুকে সংবর্ধিত করে কলমাপুকুরিয়ার গ্রামবাসীরা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here