দিল্লিতে দাঙ্গার মাঝে পড়ে গুরুতর জখম উত্তর দিনাজপুরের বাসিন্দা

আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১ মার্চ: দিল্লিতে শ্রমিকের কাজ করতে গিয়ে দাঙ্গার মাঝে পড়ে গুরুতর জখম হলেন উত্তর দিনাজপুরের বাসিন্দা। তাঁর নাম আজিজ শেখ। বাড়ি ইটাহারের পাজোলে। মাত্র দশদিন আগেই তিনি দিল্লিতে শ্রমিকের কাজে গিয়েছিলেন। গুরুতর জখম অবস্থায় সেখানকার আর্মি হাসপাতালে তার চিকিৎসা করা হয়। পরবর্তীকালে গ্রামের অন্য শ্রমিকদের সাহায্যে উত্তর দিনাজপুর রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল তাকে নিয়ে আসে হয়েছে। যদিও চিকিৎসার প্রয়োজনে তাঁকে কলকাতা মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। হাসপাতালের বেডে শুয়ে দিল্লির হিংসার ছবি মনে পড়তেই কেঁপে কেঁপে উঠছেন আজিজ শেখ।

মাত্র দশদিন আগে ইটাহারের বাসিন্দা আজিজ শেখ গ্রামের কয়েকজনের সঙ্গে কাজের সন্ধানে বেরিয়ে গিয়েছিলেন দিল্লিতে। এর আগেও সেখানে কাজ করেছেন তিনি। দাঙ্গার দিন কাজ করতে চাঁদনী চক থেকে দরিয়াগঞ্জে যাচ্ছিলেন তিনি। সেখানকার জামা মসজিদ পেরোতেই পেছন থেকে ভারী কিছু বস্তু দিয়ে হঠাৎ তার ওপর আক্রমণ চালানো হয়। এরপর আর কিছুই মনে করতে পারছেন না আজিজ। ঘটনার ৪ ঘন্টা পর চোখ খুলে দেখেন আর্মি হাসপাতালে শুয়ে আছেন। তার দাবি, দিল্লিতে সাম্প্রদায়িক হিংসা চলাকালীন এই ঘটনা হয়েছে। হাসপাতালে চোখ খোলার পর সেখানকার এক ব্যক্তির কাছ থেকে মোবাইল ফোন নিয়ে দিল্লির বাড়ির মালিক কে ফোন করেন তিনি। সেখানে থাকা গ্রামের অন্যান্য শ্রমিকরা চটজলদি চলে আসে হাসপাতালে। সেখানে গিয়ে প্রাথমিক চিকিৎসা করার পর তাঁকে নিয়ে চলে আসা হয়। শনিবার রাতে তাঁকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থা সংকটজনক থাকায় তাঁকে কলকাতা মেডিকেল কলেজে রেফার করেছেন চিকিৎসকরা।

জেলা শাসক অরবিন্দ মীনা জানিয়েছেন, আপনাদের মাধ্যমে খবরটি পেলাম। প্রশাসনের তরফ থেকে যা যা সাহায্য করার আমরা তাই করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *