
আমাদের ভারত, ১৩ জানুয়ারি: পিওকে (পাক অধিকৃত কাশ্মীর), গিলগিট, বালুচিস্থানের অসংখ্য মানুষ রাস্তায় নেমে পাকিস্তান বিরোধী স্লোগান দিতে শুরু করেছেন। তাদের দাবি, তারা ভারতের অংশ হতে চান। কাতারে কাতারে লোক রাস্তায় নেমে পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে এই বিক্ষোভের ভিডিও।
পাক অধিকৃত কাশ্মীর এবার পাকিস্তানের বিরুদ্ধে রাস্তায় নেমে বিদ্রোহ শুরু করেছে। তাদের অভিযোগ, পাকিস্তানের সরকার তাদের কোনো কিছুই দেখে না। চূড়ান্ত অবহেলায় রয়েছেন তারা। সরকারি সুযোগ-সুবিধা তো দূরের কথা, সামান্য পরিষেবাগুলি থেকেও তারা বঞ্চিত। পিওকের পাশাপাশি গিলগিট, বালুচিস্থানের বাসিন্দারা এই একই অভিযোগে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেইসব ছবি। পোস্টার হাতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন তারা।
প্রবল ঠান্ডার মধ্যেও বিক্ষোভে সামিল হয়েছেন অসংখ্য মানুষ। তাদের একটাই দাবি, তারা ভারতের অংশ হতে চান। তারা আর পাকিস্তানের সাথে থাকতে চান না। গত ১২ দিন ধরে সেখানে লাগাতার বিক্ষোভ হচ্ছে। জল নেই, বিদ্যুৎ নেই, উপযুক্ত সড়ক নেই, এমনকি খাদ্য সরবরাহ পর্যন্ত সেখানে পর্যাপ্ত নয়। এমনই একাধিক অভিযোগ তাদের। এছাড়াও পিওকে এবং বালুচিস্তানের বাসিন্দাদের অভিযোগ, বেআইনিভাবে তাদের জমি দখল করে নেওয়া হচ্ছে। প্রতিদিন সেখানে দুষ্কৃতি তাণ্ডব বাড়ছে। আর এতকিছুর পরেও কোনো পদক্ষেপ করেনি সে দেশের সরকার।
একদিকে পিওকে, গিলগিট, বালুচিস্তানের বাসিন্দাদের এই বিক্ষোভ, অন্যদিকে গোটা পাকিস্তান চরম অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে। প্রায় দেউলিয়া হয়ে যাবার পরিস্থিতি তৈরি হয়েছে সেই দেশের বলে খবর।