অভিনব! লকডাউন ভঙকারিদের আটকাতে এলাকা সিল করে দিল বাসিন্দারা

আমাদের ভারত, হাওড়া, ২৮ মার্চ: রাজ্য ও দেশ জুড়ে যখন লকডাউন চলছে তখন সেই লক ডাউন ভেঙে করোনাকে ডেকে আনতে একদল উচ্ছৃঙ্খল মানুষ যেন উঠে পড়ে লেগেছে। যা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠলেও হুঁশ ফেরেনি ওই সব মানুষের। উল্টে বাইক নিয়ে পুলিশের চোখে ধুলো দিয়ে এখানে ওখানে ছুটে বেড়াচ্ছে কোনো সুরক্ষা ছাড়াই। এলাকার মানুষ পুলিশকে ফোন করলেও তাদের এলাকা থেকে হটানো যায়নি। তাই নিজেদের সুরক্ষিত রাখতে এবার পুরো এলাকাই সিল করে দিল স্থানীয় বাসিন্দারা। রাজ্যে লক ডাউন ভাঙার প্রবণতার মাঝে এই ঘটনা একটি দৃষ্টান্ত বলেই মনে করছেন অনেকেই।

জানা গিয়েছে, ডোমজুড় থানার দক্ষিন রাজাপুর গ্রামের এক নং কলোনীতে কয়েক হাজার মানুষ বসবাস করে।সরকারী নির্দেশ মতো মাস্ক পরে ও সামাজিক সুরক্ষা মেনেই এই ক’দিন জীবন যাপন করলে ও আশপাশ থেকে লোকজন এসে এই এলাকায় ভিড় জমাচ্ছে। নিষেধ করলে গালিগালাজ করা হচ্ছে বলে অভিযোগ ওই এলাকার বাসিন্দাদের। এক নং কলোনীর বুক চিরে চলে গিয়েছে ঢালাই রাস্তা। এই রাস্তার দুপাশেই মূলত বসবাস করে হাজার তিনেক মানুষ। কিন্তু অন্য এলাকার লোকজন যেন এই লকডাউনের সময়ে এটিকেই মূল রাস্তা ভেবে নিয়েছে বলে জানিয়েছে এলাকার বাসিন্দারা। এবার নিজেদের এলাকা লকডাউন করতে নিজেরাই এগিয়ে এল গ্রামের মানুষ। রাস্তার দু প্রান্তে পোষ্টার মেরে ও বাঁশ দিয়ে ঘিরে দিল তারা। শুধু তাই নয়, এলাকার লোকজন নিজেরাই নিয়ম করে পাহারা দিচ্ছে কার্যত অঘোষিত দুই চেক পোষ্ট।এলাকার বাইরের লোকের এই এলাকায় আসা নিষেধ বলে সরাসরি জানিয়ে দিয়েছে তারা। লকডাউনের সময়ে সংক্রমন রুখতে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সকলেই।এই ভাবে এলাকা ঘিরে দেওয়ার ঘটনায় ডোমজুড় জুড়ে চাঞ্চল্য ও ছড়িয়েছে ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here