তৃণমলের গ্রাম পঞ্চায়েত সদস্যের পদত্যাগ দলের চাপে

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৩ ফেব্রুয়ারি: চাপের মুখে পদত্যাগ পত্র জমা দিলেন পাঁশকুড়ার মাইসোরা গ্রাম পঞ্চায়েতের সদস্য কাকলি মান্না। পাঁশকুড়ার তৃণমূল নেতা কুরবান শা খুনে নাম জড়িয়েছিল কাকলি মান্নার স্বামী শীতল মান্নার। শীতল মান্না দীর্ঘদিন ধরেই ফেরার থাকায় অত্যাচার চালানো হচ্ছিল তার পরিবারের ওপর।

শীতল মান্নার পরিবারের অভিযোগ, তাদের জমিতে চাষবাস করতে দেওয়া হচ্ছিল না, ফুলের আড়ত ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। রাতের অন্ধকারে বাড়িতেও ছোড়া হয় ঢিল। সেই সব কারণে আজ কাকলি মান্না পাঁশকুড়ার বিডিওর কাছে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ পত্র জমা করেন। যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে দলীয় নেতৃত্ব।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here