
আমাদের ভারত, ২৬ নভেম্বর: শেষ পর্যন্ত ফ্লোর টেস্ট আর দিলেন না বিজেপির মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। মহারাষ্ট্রে পতন হল বিজেপির দুদিনের সরকারের। অজিত পাওয়ারের পর ইস্তফা দেবেন্দ্র ফড়নবিশেরও। মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠক করে নিজের ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন দেবেন্দ্র ফড়নবিশ। দুদিন আগে শপথ নেওয়া মুখ্যমন্ত্রী জানান সাংবাদিক বৈঠকের পরেই তিনি রাজ ভবনে গিয়ে নিজের ইস্তফা দিয়ে আসবেন। একই সঙ্গে তিনি বলেন আমরা আশা করব এই তিন চাকার সরকার স্থায়ী হবে। তবে বিজেপি এই বিধানসভায় জোড়াল বিরোধী হিসেবে উঠে আসবে।
পুরোনো জটসঙ্গীকে তিনি কটাক্ষ করে বলেন শুধুমাত্র ক্ষমতার লোভে শিবসেনা সোনিয়া গান্ধীর সঙ্গে জোট করল এটা মানুষ ভালো ভাবে নেবে না।
ফড়নবিশ বলেন তিন ভিন্ন নীতি মেনে চলা দল এক জোট হয়ে সরকার গঠন করতে যাচ্ছে। তার দাবি এই তিন চাকার সরকার
কখনোই স্থায়ী হবে না।
ফড়নবিশ বলেন, তিন ভিন্ন নীতি মেনে চলা দলের তৈরি অস্থিতিশীল সরকারের শক্ত বিরোধী পক্ষ হয়ে বিজেপি বিধানসভায় অবস্থান করবে ও মানুষের হয়ে কথা বলবে।
বিজেপির বিরুদ্ধে বিরোধী জোট বারবার ঘোড়া কেনা বেচার অভিযোগ তুলেছে। এদিন বিরোধীদের সেই অভিযোগের জবাব দিয়ে ফড়নবিশ বলেন, বিজেপি কোনো ঘোড়া বেচার সঙ্গে যুক্ত নয়। আমরা কোনো বিধায়ককে ভাঙিয়ে আনার চেষ্টা করিনি। সব ঘোড়ায় নিজের আস্তাবলে রয়েছে।