রাসবিহারি বসুকে শ্রদ্ধা জগদীপ ধনকরের

আমাদের ভারত, ২১ জানুয়ারি: বিপ্লবী রাসবিহারি বসুকে শ্রদ্ধা জানালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর।

‘#আজাদিকিঅমৃতমহোৎসব’ সূচকে তিনি শুক্রবার টুইটারে লিখেছেন, “মহান বিপ্লবী রাসবিহারী বসুর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানাই। তিনি মা ভারতীর স্বাধীনতা অর্জনের জন্য তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিনি ব্রিটিশ শাসনের শিকড় নাড়িয়ে দেন।“

প্রসঙ্গত, রাসবিহারী বসু (মে ২৫, ১৮৮৬–জানুয়ারি ২১, ১৯৪৫) ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির অন্যতম সংগঠক। দিল্লিতে গভর্নর জেনারেল ও ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের ওপর এক বোমা হামলায় নেতৃত্ব দানের কারণে পুলিশ তাঁকে গ্রেফতারের চেষ্টা করে। কিন্তু তিনি সুকৌশলে ব্রিটিশ গোয়েন্দা সংস্থার নজর এড়িয়ে ১৯১৫ খ্রিস্টাব্দে জাপানে পালিয়ে যান। তিনি ভারতের বাইরে সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন ও পরবর্তীকালে নেতাজির হাতে ‘আজাদ হিন্দ ফৌজ’-এর পরিচালনভার তুলে দেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *