বাংলায় আরও ১৫ দিন বাড়ল বিধিনিষেধ, এখনই নয় লোকাল ট্রেন

রাজেন রায়, কলকাতা, ১৫ সেপ্টেম্বর:  বাংলায় করোনার বিধিনিষেধ আরও ১৫ দিন বাড়ানো হল। অর্থাৎ আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বলবত থাকবে কড়া বিধিনিষেধ। এই সময়ের মধ্যে চলবে না লোকাল ট্রেন। জানাল নবান্ন। 

সেপ্টেম্বরের ১৫ তারিখ পর্যন্ত বিধিনিষেধ বলবত ছিল। করোনা আবহে ফের তা বাড়ানো হল। আজ বুধবার নবান্নের তরফে জারি হল নয়া নির্দেশিকা। এই নির্দেশিকা অনুযায়ী, রাত্রিকালীন চলাফেরায় নিষেধাজ্ঞা বহাল থাকছে। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি দরকার ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে না।

বেসরকারি ক্ষেত্রে বা ছোট বড় কোনও ব্যবসায়িক প্রতিষ্ঠান করোনা বিধি মেনে রাজ্যের নির্দেশমত অফিস চালু করতে পারবে। কিন্তু সে ক্ষেত্রে কর্মচারীদের টিকার দুটি ডোজ থাকা বাধ্যতামূলক। প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং সেন্টারে ৫০ শতাংশ ছাত্রছাত্রী নিয়ে চলতে পারে ক্লাস। তবে নিয়মিত স্যানিটাইজেশন করতে হবে। সমস্ত বিধি মেনে কোচিং সেন্টারগুলিতে ক্লাস যেভাবে চলছে, সভাবেই চলবে। তবে স্কুল বা কলেজ পড়ুয়াদের জন্য এখনই কোচিং চালু হচ্ছে না। 

যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছেন, দীপাবলির ছুটির পর থেকে রাজ্যের স্কুল, কলেজ খুলে দিতে প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে করোনা পরিস্থিতি দেখে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *