স্বস্তির খবর! ভারতে তৈরি করোনা টিকা কোভ্যাকসিনের প্রথম পর্যায়ের ফলাফল আশাব্যঞ্জক, জানালেন গবেষকরা

আমাদের ভারত, ২৬ জুলাই : ভারতে তৈরি করোনা টিকা কোভ্যাকসিনের প্রথম পর্যায়ের হিউম্যান ট্রায়াল শেষ হলো। ৩৭৫ জন স্বেচ্ছাসেবকেরর উপর প্রথম পর্যায়ে টিকা প্রয়োগ করা হয়েছে। তার মধ্যে ৫০ জন স্বেচ্ছাসেবকের শরীরে টিকা প্রয়োগের ফলাফল সামনে এসেছে। এই ফলাফল যথেষ্ট আশাব্যঞ্জক বলেই পর্যবেক্ষকদের মতে।

কোভ্যাকসিনের হিউম্যান ট্রায়ালের প্রধান পর্যবেক্ষক, চিকিৎসক সবিতা বর্মা জানিয়েছেন, দেশজুড়ে কোভ্যাকসিনের প্রথম পর্যায়ের ট্রায়ালের কাজ শেষ হয়েছে। তার মধ্যে ৫০ জন স্বেচ্ছাসেবকের শরীরে প্রয়োগের ফল সামনে এসেছে। ফলাফল যথেষ্ট আশাব্যঞ্জক। কারর মধ্যেই টিকার কোনরকম বিরূপ প্রভাব দেখা যায়নি।

আইসিএমআর এবং ন্যাশনাল ভাইরোলজি ইনস্টিটিউটের গবেষকরা যৌথভাবে তৈরি করেছেন এই টিকা। ১৩ জুলাই থেকে শুরু হয়েছে এই কাজ।

জানা গেছে দুটি পর্যায়ে মোট ১১০০ জনের ওপর পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করা হবে এটি। ট্রায়ালের জন্য ভারতের ১২ টি প্রতিষ্ঠানকে বেছে নিয়েছে আইসিএমআর। এখনো পর্যন্ত এই হিউম্যান ট্রায়ালে অংশ নিতে সাড়ে তিন হাজারেরও বেশি স্বেচ্ছাসেবক নাম নথিভুক্ত করেছেন।

আইসিএমআর জানিয়েছে প্রতিষেধক তৈরীর জন্য কোন রকম ঝুঁকি নেওয়া হচ্ছে না। সমস্ত ধরনের নিয়ম মেনে এগোচ্ছে সংস্থাগুলি। টিকার সুরক্ষা সম্পর্কিত সব দিক বিস্তারিতভাবে পরীক্ষা ও পর্যবেক্ষণ করে সম্পূর্ণরূপে নিশ্চিত হওয়ার পরেই এটাকে বাজারে ছাড়ার অনুমতি দেওয়া হবে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here