রাজেন রায়, কলকাতা, ১৫ জুলাই: বুধবার প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফল। শুক্রবার প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। তার মধ্যেই বৃহস্পতিবার আলিম, ফাজিল ও হাই মাদ্রাসার পরীক্ষার ফল ঘোষণা হবে বলে বুধবার নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরীক্ষার্থীদের আগাম শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, চলতি বছর ১০ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত হয় মাদ্রাসা পরীক্ষা। অন্যান্য পরীক্ষার মতই মে মাসে ফল প্রকাশের কথা থাকলেও করোনা ভাইরাসের জেরে লকডাউনে আটকে যায় প্রক্রিয়া। এবার সেই পরীক্ষার ফলাফল প্রকাশে উদ্যোগী হল রাজ্য সরকার।