পদ হারানো তৃণমূল নেতার বিদ্রোহ এবং “দাদা”র সুস্থতা কামনায় পূজা অর্চনা

জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৬ সেপ্টেম্বর:
লালগড় ব্লক তৃণমূলের যুব সভাপতির পদ থেকে সরিয়ে দেবার পর কার্যত বিদ্রোহী হয়ে উঠেছেন একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য তন্ময় রায়। গত বুধবার ঝাড়গ্রাম জেলার নতুন তৃণমূল সভাপতি দুলাল মুর্মু লালগড়ের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতির পদ থেকে তন্ময় রায়কে সরিয়ে দিয়ে ওই পদে নিয়ে আসেন ছত্রধর মাহাতোর ঘনিষ্ঠ রাজু হাঁসদাকে। এরপর তন্ময়ের বিদ্রোহী হয়ে ওঠা ঠেকাতে তাকে এই ছোট জেলার ৯৮ জনের কার্যত গুরুত্বহীন জেলা কমিটিতে জায়গা দেওয়া হয়। কিন্তু তাতে চিঁড়ে ভেজানো যায়নি। প্রত্যাশামতোই বিদ্রোহী হয়ে উঠে তন্ময় গতকাল জেলা কমিটি থেকে অব্যাহতি চেয়ে ইস্তফা দিয়েছেন।

বরাবরই শুভেন্দু অনুগামী হওয়ায় সম্প্রতি তন্ময় রায়কে পদ থেকে সরানোর এবং ছত্রধর মাহাতোর অনুগামীদের সেই পদে বহাল করার একটা প্রবণতা লক্ষ্য করা গিয়েছিল। যার ফলস্বরূপ লালগড় এবং  ঝাড়গ্রাম ব্লক যুব সভাপতির পদ থেকে শুভেন্দু অনুগামীদের সরিয়ে দেওয়া হয়েছে বলে তৃণমূলের মধ্যেই চর্চা চলছে। এদিকে গতকাল শুভেন্দু অধিকারীর করোনায় আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই তার দ্রুত সুস্থতা কামনায় অনুগামীরা পূজা পাঠ ও হোম যজ্ঞের আয়োজন করে। পরিবহন মন্ত্রীর সুস্থতা কামনায় পূজা অর্চনা অনুষ্ঠানে যোগ দেওয়া অনুগামীদের গলায় শুভেন্দুর ছবি ঝোলানো ছিল এবং তার নিচে আমরা দাদার অনুগামী শব্দগুলি লেখা ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *