বামফ্রন্ট ও কংগ্রেসকে ঠেকিয়ে রাখতে তৃণমূলের কৌশল, গেরুয়া শক্তির উত্থান বাংলার পক্ষে বিপজ্জনক: সোমেন মিত্র

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২০ ফেব্রুয়ারি:
বৃহস্পতিবার সন্ধ্যায় মেদিনীপুরে বিদ্যাসাগর হলে পশ্চিম মেদিনীপুর জেলা  কংগ্রেসের একটি আলোচনা সভায় যোগ দিতে এসে বর্ষীয়ান কংগ্রেস নেতা সোমেন মিত্র জানান, এই রাজ্যের সরকার চাইছে এবার বিজেপি এগিয়ে আসুক। সেইমতো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র নির্বাচনের ফল হয়েছে। সৌমেন মিত্র বলেন, বামফ্রন্ট ও কংগ্রেসকে ঠেকিয়ে রাখার জন্য তৃণমূল এই কৌশল নেওয়ায় আখেরে বাংলারই ক্ষতি হতে চলেছে। কারণ গেরুয়া শক্তির উত্থান বাংলার পক্ষে বিপজ্জনক। 

সোমেন মিত্র জানান, পুরভোটের জন্য তাঁরা প্রস্তুত। বামফ্রন্ট ও কংগ্রেস একসঙ্গে লড়বে। প্রার্থী দেওয়া থেকে মিছিল, মিটিং সব একসঙ্গে হবে।

এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি সৌমেন খান সহ জেলা কংগ্রেস নেতারা। সামনে পুরসভা নির্বাচন প্রসঙ্গে তিনি বিজেপি ও তৃণমূলকে  একসঙ্গে  আক্রমণ করে বলেন, আসন্ন পুরভোট হল মামা-ভাগ্নের খেলা। সোমেন মিত্রর দাবি, তৃণমূলের প্রচ্ছন্ন মদতেই রাজ্যের দ্বিতীয়স্থানে উঠে এসেছে বিজেপি।

‘যে বিজেপি রাজ্যে ৫ থেকে ৬ শতাংশ ভোট পেত না, আজ সেই বিজেপিই তৃণমূলের পরেই দাঁড়িয়ে আছে।’ এমনটাই বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। তাঁর অভিযোগ, বাম-কংগ্রেস জোটকে ঠেকাতে রাজ্য সরকার প্রচ্ছন্ন মদত দিচ্ছে। তাতেই বাড়বাড়ন্ত বিজেপির।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here