ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে থাকা ঋষি সুনাক পালন করলেন জন্মাষ্টমী, রাস্তায় দাঁড়িয়ে পুজো করলেন গো-মাতার

আমাদের ভারত, ২৬ আগস্ট:
ব্রিটেনের প্রধানমন্ত্রীর দৌড়ে থাকা ঋষি সুনাককে দেখা গেল ইংল্যান্ডের ইসকনের মন্দিরে স্ত্রী অক্ষতা মূর্তির সঙ্গে জন্মাষ্টমী পালন করতে। শোনা গেছে নিজের স্বপ্ন পূরণ করতে ইংল্যান্ডের রাস্তায় গোমাতার পুজোর আয়োজন করেছেন তিনি। এমনি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ব্রিটিশ প্রধানমন্ত্রী হবার দৌড়ে অন্যতম প্রতিদ্বন্দ্বী ঋষি সুনাক। তার একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ইংল্যান্ডের কনজারভেটিভ পার্টির সদস্য লন্ডনে গোমাতার পুজো করছেন। সেখানে দেখা যাচ্ছে তার স্ত্রী অক্ষত মূর্তি পাশে দাঁড়িয়ে নিষ্ঠার সঙ্গে একটি গো-মাতার পুজো করছেন। উল্লেখ্য ইনফোসিস প্রতিষ্ঠাতা এন আর নারায়ণ মূর্তির মেয়ে অক্ষতা মূর্তি।

ভিডিওতে আরও দেখা যাচ্ছে, ঋষি সুনাক ও তার স্ত্রী অক্ষতা মূর্তি গো–মাতার সামনে দাঁড়িয়ে আরতি করেছেন। গরুর চারপাশে পুরোহিতের কথা অনুযায়ী পবিত্র জল ছিটিয়ে দিচ্ছেন। ২০২০ সালের নভেম্বরে ইংল্যান্ডে দীপাবলি উৎসব উদযাপন করার পরে সেখানে বসবাসকারী ভারতীয়দের কাছে প্রশংসা পেয়েছিলেন ঋষি সুনাক। নিজের বাসভবনের সামনেই বিরাট দীপাবলীর উৎসবের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তিনি। পাশাপাশি ইংল্যান্ডে কোভিডে সময় লকডাউনে সাধারণ মানুষকে সতর্ক করা সহ একাধিক কর্মসূচি নিয়েছিলেন তিনি যা প্রশংসা পেয়েছে।

ইয়র্কসায়ারের রিচমন্ড থেকে তৃতীয় বার নির্বাচিত হওয়ার সময় যুক্তরাষ্ট্রের সংসদ সদস্য হিসেবে ভগবত গীতা পাঠ করে শপথ নিয়েছিলেন ঋষি। আর তার এই ভগবত গীতা পাঠ ব্রিটেনের থাকা ভারতীয়দের মন জয় করে নিয়েছিল। এবার জন্মাষ্টমী পালনের সাথে গোমাতার পুজোর পর সেই মুগ্ধতা আরও বাড়ল বলে মনে করা হচ্ছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here