পান্ডুয়ায় আড়তদারের গোডাউনে হানা আরএমসি’র

আমাদের ভারত, হুগলী, ২৭ মার্চ:
অভিযোগ আসছিলো অনেক দিন ধরেই। তারই পরিপ্রেক্ষিতে হুগলীর পান্ডুয়ার একটি চালের গোডাউনে হানা দেওয়া হয় হুগলী জেলা আরএমসি’র পক্ষ থেকে। অভিযোগ, পান্ডুয়ার জয়পুর রোডে একটি চালের আরত সাধারণ মানুষের কাছে চালের দাম অনেক বেশি নিচ্ছে এবং সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে প্রয়োজনের বেশি চাল নিজের গোডাউনে মজুত রাখছে।

সাধারণ মানুষের কাছে এমনই অভিযোগ পেয়ে শুক্রবার দুপুরে সচিব হুগলী জেলা আরএমসি ফিরদৌস রহমান পান্ডুয়া থানার পুলিশকে সঙ্গে নিয়ে ঐ চালের আরতে তল্লাশি চালান। খতিয়ে দেখেন আরতের সমস্ত কাগজ পত্র। আইনগত কোনও ব্যাবস্থা না নিলেও যাতে তিনি এমন কাজ আর না করেন সেই কথাও আড়তদারকে বলে দিয়ে যান।

এবিষয়ে অবশ্য ঐ আড়তের পক্ষ থেকে জানানো হয়, আমাদের বিরুদ্ধে ওই অফিসারদের কাছে একটা ভুল তথ্য ছিল। আমরা কোনও রকম বেআইনী কাজ করিনি। আগে যা দাম ছিলো সেই দামেই চাল বিক্রি করছি।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here