শংকরপুরে ড্রেজিংয়ের দাবিতে জাতীয় সড়ক অবরোধ

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২০ নভেম্বর : শংকরপুরে ড্রেজিংয়ের দাবিতে দিঘা মেছেদা জাতীয় সড়ক অবরোধ মৎস্যজীবী ও মৎস্য ব্যবসায়ীদের।
শঙ্করপুর ফিশারম্যান এন্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাস্তায় নামলেন প্রায় পাঁচ হাজার মানুষ। শংকরপুর থেকে মিছিল করে মহিলা ও পুরুষরা রামনগর বাজারে এসে হাজির হয়। এরপর রাস্তার উপর বসে পড়ে মহিলা পুরুষরা অবস্থান বিক্ষোভ করতে থাকেন। এই বিক্ষোভের জেরে জাতীয় সড়কে একাধিক যাত্রীবাহী বাস ও পণ্যবাহী লরি দাঁড়িয়ে পড়ে। সমস্যায় পড়েন নিত্যাযাত্রী থেকে স্কুল ও কলেজ পড়ুয়ারা। আটকে পড়ে দিঘাগামী ও দিঘা ফেরত পর্যটকদের গাড়ি।

মৎস্যবন্দরের একাধিক সমস্যা সমাধানের দাবি নিয়ে রাস্তা অবরোধ করেন বিক্ষোভকারীরা। এই বিক্ষোভের নেতৃত্বদেন প্রাক্তন বিধায়ক তথা শঙ্করপুর ফিশারম্যান এন্ড ফিস ট্রেডাস অ্যাসোসিয়েশনের সম্পাদক স্বদেশ রঞ্জন নায়ক। বিক্ষোভকারীদের দাবি, এশিয়ার বৃহওম মৎস্য বন্দর শঙ্করপুরে ঢোকার মুখে ড্রেজিং না হওয়ার কারণের শঙ্করপুর বন্দরের মোহনা নাব্যতা হারিয়েছে। ফলে ট্রলার ও ছোট নৌকা ঢুকতে পারছে না। এর ফলে বন্ধ হতে চলেছে এই কাজের সঙ্গে যুক্ত কয়েক হাজার মানুষ।
প্রায় আধঘন্টা রাস্তা অবরোধ ও বিক্ষোভ চলার পরে বিডিও আশীষ কুমার রায়ের আশ্বাসে ও অনুরোধে অবরোধ উঠে যায়।

আন্দোলনকারীদের বক্তব্য প্রসাশনের আশ্বাসে আজ বিক্ষোভ তুলে নেওয়া হলেও তাদের দাবি মত কাজ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here