ঝাড়গ্রামে ক্রিকেট মাঠে গুলিবিদ্ধ যুবকের মৃত্যুর ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ

আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৯ ডিসেম্বর: ঝাড়গ্রামে ক্রিকেট মাঠে গুলিবিদ্ধ যুবকের মৃত্যুর পর আততায়ীকে গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন এলাকার বাসিন্দারা।বিক্ষোভকারীরা ৭২ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করার জন্য ঝাড়গ্রামের  পুলিশ সুপার অমিত কুমার ভরত রাঠোরকে সময় দিয়েছেন। তারমধ্যে অভিযুক্ত গ্রেফতার না হলে এলাকাবাসীরা বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন।

রাধানগর গ্রামের বাসিন্দা শেখ নুরুল বলেন, পুলিশ সুপার কথা দিয়েছেন অভিযুক্তকে গ্রেফতার করা হবে এরজন্য তিনি ৭২ ঘণ্টা সময় চান।

মঙ্গলবার ঝাড়গ্রাম প্রিমিয়ার লিগের ক্রিকেট খেলা দেখতে এসে পুরনো বচসার জেরে খুন হন শেখ তকবির আলী নামে এক যুবক। তার পায়ে এবং কানে পরপর দুটি গুলি করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝাড়গ্রামের বাছুরডোবা এলাকার একটি মাঠে খেলা দেখার সময় ওই যুবককে গুলি করে স্থানীয় বাসিন্দা পেশায় পুলিশকর্মী বিশ্বজিৎ প্রধান ওরফে ন্যাড়া। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় শেখ তকবীর আলীকে তড়িঘড়ি ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। তারপরেই এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। উত্তেজিত জনতা বিশ্বজিতের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। পরে পুলিশ গিয়ে লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয়।

এদিকে তকবীরের অবস্থার অবনতি ঘটায় ঝাড়গ্রাম থেকে প্রথমে মেদিনীপুর মেডিকেল কলেজ ও পরে কলকাতা স্থানান্তর করা হয়। কলকাতা নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। অভিযুক্ত যুবক বিশ্বজিৎ এখনও পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here