১৪ জন পরীক্ষার্থী পাস না করায় ক্ষোভে ঝাড়গ্রাম- মেদিনীপুর রাজ্যে সড়ক অবরোধ

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৪ জুলাই: উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর শুক্রবার স্কুলে মার্কশিট নিতে এসে বিপত্তি। ঝাড়গ্রাম ব্লকের সেবায়তন বিদ্যায়তন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের বহু ছাত্রছাত্রী মার্কশিট হাতে পেয়ে অকৃতকার্য হওয়ায় কান্নায় ভেঙে পড়ে। অভিভাবকরাও তাদের সন্তানদের এই ফলাফলে ক্ষুব্ধ।

এই বিদ্যালয়ের ১৪ জন পরীক্ষার্থীর ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে বলে জেলা বিদ্যালয় দফতর সূত্রে জানা গিয়েছে। যদিও বিদ্যালয়ের ওই পরীক্ষার্থীদের দাবি, বৃহস্পতিবার ফলাফল ঘােষণার পর ওইদিনই তারা নির্দিষ্ট পাের্টালে দেখেছে পাস করেছে। কিন্তু স্কুলে মার্কশিট হাতে পেয়ে দেখে তারা অনুত্তীর্ণ। পরীক্ষা না নিয়ে তাদের ফেল কেন করানো হল। তাদের পাশ করানোর দাবিতে ঝাড়গ্রাম থেকে মেদিনীপুর যাওয়ার রাস্তা অবরোধ করল ছাত্রছাত্রীরা। তাদের দাবি, অবিলম্বে তাদের পাস করাতে হবে।

অনুষ্কা শর্মা নামে এক পরীক্ষার্থী জানায়, “পাস নম্বর থাকা সত্বেও ফেল করিয়ে দিয়েছে, টোটাল কিছুই দেখায়নি। স্কুলের রেজাল্টে পাস করা সত্ত্বেও ফেল দেখাচ্ছে।”

যদিও এই বিষয়ে ঝাড়গ্রাম জেলা বিদ্যালয় পরিদর্শক
(মাধ্যমিক) সঞ্জয় চট্টোপাধ্যায় বলেন, “মাধ্যমিকে ওই ছাত্রছাত্রীরা আশানুরুপ ফলাফল করতে পারেনি। এবার উচ্চমাধ্যমিকে থিওরিতে পাঁচটি বিষয়ে ২৪ পেতেই হবে। তারা ওই নম্বর পায়নি। ফলে অকৃতকার্য হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *