কৃষক আন্দোলনের সমর্থনে মেদিনীপুরে পথ অবরোধ

জে মাহাতো, মেদিনীপুর, ১৪ ডিসেম্বর:
নতুন কৃষি আইন বাতিলের দাবিতে এবং দিল্লির কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের কেরানীটোলার চৌরাস্তা মোড়ে পথ অবরোধ করলো বামপন্থী দলগুলো। এদিন সকাল ১১টার পর পথ অবরোধ শুরু হয় এবং প্রায় আধ ঘন্টা চলে এই অবরোধ। অবরোধ চলাকালীন কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ও কৃষক আন্দোলনের সমর্থনে মুহুর্মুহু শ্লোগান দিতে থাকেন বাম কর্মী সমর্থকরা। অবরোধের শেষলগ্নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের কুশপুতুল দাহ করেন অবরোধকারীরা।

এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন কীর্তি দে বক্সী, সুকুমার আচার্য, সারদা চক্রবর্তী, রথীন সরকার, গিয়াসউদ্দিন সহ অন্যান্য বাম নেতৃত্ব।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here