
আমাদের ভারত, হাওড়া, ৪ জুন: কোয়ারেন্টাইন সেন্টারে চরম অব্যবস্থা প্রতিবাদে ও খাবারের দাবিতে বৃহস্পতিবার সকালে পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা পাঁচলার নয়াচক যদুনাথ উচ্চ বিদ্যালয়ের সামনে আমতা রানীহাটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাল। প্রায় ঘন্টাখানেক বিক্ষোভ চলার পর পুলিশ মৃদু লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের হঠিয়ে দেয়।
জানাগেছে, নয়াচক যদুনাথ উচ্চ বিদ্যালয়ের কোয়ারেন্টাইন সেন্টারে ১৫০ জন পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা রয়েছে। বৃহস্পতিবার সকালে একাধিক দাবিতে এইসব পরিযায়ী শ্রমিকরা হাতে থালা নিয়ে রাস্তায় বেঞ্চ ফেলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। শ্রমিকদের অভিযোগ, কোয়ারেন্টাইন সেন্টারে আসার পর থেকে তাদের সেভাবে খেতে দেওয়া হচ্ছে না, এমনকি মহিলা ও শিশুদের জন্য পৃথক ব্যবস্থা না থাকায় চরম সমস্যার সম্মুখীন তারা। শ্রমিকদের অভিযোগ, কোয়ারেন্টাইন সেন্টারে থাকা শ্রমিকদের শারীরিক পরীক্ষা না করায় সংক্রমণ ছড়ানোর আশঙ্কা দেখা দিচ্ছে। এইসব বিষয় নিয়ে স্থানীয় পঞ্চায়েত প্রশাসনকে অভিযোগ জানালেও কোনও কাজ না হওয়ায় বাধ্য হয়ে তারা পথ অবরোধে সামিল হয়েছিল। তাদের অভিযোগ, শান্তিপূর্ণ পথ অবরোধ চলার মাঝে পুলিশ লাঠিচার্জ করে তাদের হঠিয়ে দেয়। পুলিশের মারে বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিক আহত হয়েছে বলে দাবি তাদের। যদিও পুলিশ লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করেছে।
বিষয়টি নিয়ে পাঁচলার বিধায়ক গুলশন মল্লিক জানান, এইসব পরিযায়ী শ্রমিকরা সরকারি নির্দেশ মত কোয়ারেন্টাইন সেন্টারে না থেকে বাড়ি যেতে চাইছে। ওদের না ছাড়ায় মিথ্যা অভিযোগে পথ অবরোধ করে নাটক করছে। এই ঘটনার পিছনে বিজেপির ইন্ধন আছে বলেও অভিযোগ করেন গুলশন মল্লিক।