দিলীপ ঘোষের কনভয়ে হামলার প্রতিবাদে নদিয়ায় পথ অবরোধ বিজেপির

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৩ নভেম্বর:
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর আক্রমণের প্রতিবাদে নদিয়ার কৃষ্ণনগরের পোস্টঅফিস মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল বিজেপি। এছাড়া জেলার বিভিন্ন ব্লকে একই ভাবে ঘটনার নিন্দা করে দোষীদের গ্রেফতারের দাবি জানানো হয় বিজেপির পক্ষ থেকে।

প্রসঙ্গত, দলীয় নেতাদের সঙ্গে দিলীপ ঘোষ  আলিপুরদুয়ারের জয়গাঁও সভা করতে যাচ্ছিলেন।  যাওয়ার সময় তাঁর গাড়িতে তৃণমূলের কর্মীরা আক্রমণ করে। তার গাড়ি লক্ষ্য করে ইঁট ছোঁড়া হয় বলে অভিযোগ।  দেওয়া হয় গো ব্যাক স্লোগান। অল্পের জন্য রক্ষা পান বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই ঘটনার পরেই রাজ্য সহ জেলার বিভিন্ন জায়গায় বিজেপি নেতা কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করে।
রাজ্য কমিটির বিজেপির সহ সভাপতি তথা নদীয়া জেলার পর্যবেক্ষক মাফুজা খাতুন বলেন, এইভাবে দিলীপদার গাড়ি ভাঙ্গচুর করে, দিলীপদাকে আক্রমণ করে ভারতীয় জনতা পার্টিকে রোখা যাবে না, ২০২১ সালে ভারতীয় জনতা পার্টি রাজ্যে ক্ষমতায় আসছে। ২০২১ সালে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে রাজ্যে পরিবর্তনের পরিবর্তন হবে, এখানে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী রাজ কায়েম হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *