পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে শান্তিপুরে জাতীয় সড়ক অবরোধ

স্নেহাশিস মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২০ নভেম্বর: পথ দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যুকে কেন্দ্র করে অবরোধ জাতীয় সড়কে। নদিয়ার শান্তিপুর থানার গোবিন্দপুর এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কের ঘটনা। বৃদ্ধার নাম সন্ধ্যা দাস, বয়স আনুমানিক ৭৫ । ওই রাস্তায় সিভিক ভলান্টিয়ার থাকলেও তারা ঠিকমতো কাজ না করে লুডো খেলে, যার কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের।

সূত্রের খবর, গোবিন্দপুর এলাকার ওই বৃদ্ধা সকালে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন। গোবিন্দপুর বাজারের কাছে এসে যখন রাস্তা পার হচ্ছিলেন তখন ওই রাস্তা সারাইয়ের কাজ করা একটি ট্রাক্টর এসে সজোরে ধাক্কা মারে ওই বৃদ্ধাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এরপরে ক্ষুব্ধ জনতা মৃতদেহটি আটকে রেখে জাতীয় সড়কে দীর্ঘক্ষণ অবরোধ শুরু করে। অবরোধের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। পুলিশ এসে ক্ষতিপূরণের দাবি এবং স্থায়ীভাবে সিভিক ভলান্টিয়ার রাখার আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ট্রাকটিকে আটক করেছে পুলিশ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here