বিদ্যুতের দাবিতে বনগাঁ মহকুমার একাধিক এলাকায় পথ অবরোধ

সুশান্ত ঘোষ, বনগাঁ, ১ জুন: আমফান ঝড়ের পরে কেটেছে ১২ দিন, কিন্তু এখনও মেলেনি বিদ্যুৎ। বিদ্যুৎ না পেয়ে ওষ্ঠাগত প্রাণ। তাই বাধ্য হয়ে রাস্তা অবরোধের নামল এলাকার বাসিন্দারা। সোমবার সকাল থেকে উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমার একাধিক এলাকায় রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন স্থানীয়রা।

এদিন গাইঘাটা থানার ঠাকুরনগর–চাঁদপাড়া রোডে ঠাকুরনগর ইলেকট্রিক সাপ্লাই অফিসের সামনে রাস্তায় ব্যারিকেড করে বিক্ষোভ করে বিজেপি। গাইঘাটা বকচড়া মোড় ও চাঁদপাড়া মোড়ে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করেন স্থানীয়রা। অন্যদিকে বনগাঁ–দত্তফুলিয়া সড়কের বাগদা থানার বৈকোলা এলাকায় ১১টা থেকে রাস্তায় গাছ ফেলে অবরোধ শুরু করে এলাকার বাসিন্দারা। তাদের দাবি, যতক্ষণ না বিদ্যুৎ দেওয়া হচ্ছে ততক্ষণ অবরোধ চলবে।

আমফানের ঝড়ের পর ১২ দিন কেটে গেলেও এখনও পর্যন্ত বিদ্যুতের দেখা মেলেনি। বিদ্যুতের অভাবে বাড়ির ছেলে মেয়েদের পড়াশোনা শিকেয় উঠেছে। বাড়ছে চোরের উপদ্রব। এছাড়া বাড়ির মহিলারা নিরাপত্তা অভাব বোধ করছে। অবরোধকারী বিজলি বিশবাস, উমা রায় বলেন, দ্রুত বিদ্যুৎ পরিষেবা দেওয়ার জন্য বিদ্যুৎ সংযোগকারীরা প্রচুর টাকা দাবি করছে। এমনিতেই লকডাউনের ফলে কাজ নেই। এতো টাকা কোথা থেকে পাব?। যারা টাকা বেশি দিচ্ছে তাদেরই বিদ্যুৎ সংযোগ করে দিচ্ছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here