শ্যামপুরে গৃহস্থের বাড়িতে ডাকাতি

আমাদের ভারত, হাওড়া, ২৩ ডিসেম্বর: শীতের রাতে গৃহস্থের বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের বুকে ভোজালি ঠেকিয়ে নগদ টাকা সহ লক্ষাধিক টাকার সোনার গয়না নিয়ে পালালো ৬ জনের ডাকাত দল। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে শ্যামপুরের নবগ্রাম পশ্চিম পাড়ায়। গড়চুমুক তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

জানাগেছে, মঙ্গলবার গভীর রাতে ৬ জনের ডাকাতদল অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কালীপদ দত্তের বাড়িতে হানা দেয়। ৩ দুষ্কৃতী বাড়ির বাইরে পাহারা দেওয়ার পাশাপাশি ৩ দুষ্কৃতী বাড়ির কার্নিশ বেয়ে ছাদে উঠে ছাদের দরজার তালা ভেঙ্গে ভিতরে ঢুকে লুটপাট চালায়।

ঘটনা সম্পর্কে কালীপদ দত্ত জানান, মঙ্গলবার রাত ২টো নাগাদ মুখে মাস্ক পড়ে ৩ দুষ্কৃতী আমার ঘরে ঢোকে। এরপর ৩ দুষ্কৃতী আমার বুকে ভোজালি ঠেকিয়ে আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে আমার ঘরে থাকা নগদ টাকা নিয়ে নেয়। বৃদ্ধ জানান, এরপর দুষ্কৃতীরা আমার পাশের ঘর যেখানে আমার স্ত্রী ও মেয়ে ছিল সেখানে ঢোকে। তারা আমার স্ত্রী ও মেয়ের বুকে ভোজালি ঠেকিয়ে নগদ টাকা ও মেয়ের বিয়ের সোনার গয়না নিয়ে নেয়। বৃদ্ধ অভিযোগ করেন, ঘটনার সময় আমার মেয়ে চিৎকার করলে দুষ্কৃতীরা তাকে মারধর করে। তিনি জানান, দুষ্কৃতীরা যাওয়ার সময় ৪টি মোবাইল নিয়ে গেছে। কালীপদ দত্তের দাবি, দুষ্কৃতীরা নগদ ৫০ হাজার টাকা,৭ ভরি সোনার গয়না নিয়ে গেছে।

এদিকে বুধবার সকালে ডাকাতির বিষয়টি জানাজানি হওয়ার পর আতঙ্ক ছড়ায় এলাকায়। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এতদিন এখানে বাস করলেও এই ধরনের ঘটনা এই প্রথম।
গড়চুমুক তদন্ত কেন্দ্রের পুলিশ কর্তারা জানিয়েন, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here