রাজ্যের বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগে বালুরঘাটের রাত্রিকালীন সরকারি বাসে ডাকাতি, আতঙ্কিত কর্মীরা যেতে চাইছেন না দূরের রাস্তায়

আমাদের ভারত, বালুরঘাট, ১৭ ডিসেম্বর: রাজ্যজুড়ে চলা চরম আইনি বিশৃঙ্খলাকে কাজে লাগিয়ে বালুরঘাট-কলকাতাগামী সরকারি রাত্রিকালীন বাসে ডাকাতি দুষ্কৃতিদের। চালকের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে লুটপাট। মারধর যাত্রীদের। আতঙ্কিত এনবিএসটিসির কর্মীরা যেতে চাইছেন না দূরপাল্লার বাসে। সোমবার রাতে মুর্শিদাবাদের শেরপুর – খড়গ্রাম এলাকায় ভয়ানক ওই ঘটনার পর নিজেদের নিরাপত্তার দাবিতে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বালুরঘাট ডিপো কর্তৃপক্ষ। অভিযোগ দায়ের হয়েছে স্থানীয় পুলিশ ফাঁড়িতেও। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে উভয় থানার পুলিশ।

বালুরঘাটের এনবিএসটিসির ডিপো ইনচার্জ গৌতম ধর বলেন, ডকাতির ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে বালুরঘাট থানায়। সংশ্লিষ্ট থানাতেও অভিযোগ করা হয়েছে। ধারাবাহিক এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ছেন কর্মীরা। তাঁরা চান সরকারি বাসের কর্মীদের পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা প্রদান করুক প্রশাসন।

নাগরিকত্ব সংশোধনী আইন রাজ্য সভায় পাশ হবার পর থেকেই রাজ্য জুড়ে একের পর এক ট্রেন ভাঙ্গচুর, অগ্নিসংযোগ, সরকারি বাসে আগুন ইত্যাদি একাধিক ঘটনা সামনে এসেছে। দুষ্কৃতীদের তাণ্ডবে ইতিমধ্যেই রেল কর্তৃপক্ষ উত্তরবঙ্গগামী সমস্ত ট্রেন অনির্দিষ্ট কালের জন্য বাতিল করেছে। বালুরঘাট থেকে কলকাতাগামী ট্রেন পরিষেবাও বন্ধ করা হয়েছে কয়েকদিন আগেই। এমত অবস্থায় জেলাবাসীর কাছে যোগাযোগের মাধ্যম বলতেই সড়ক পরিবহন। যার একমাত্র ভরসাই সরকারি পরিবহণ। আর এমন সুযোগকে কাজে লাগিয়ে সোমবার রাতে ভয়ানক ডাকাতির ঘটনা ঘটে বালুরঘাট-কলকাতাগামী সরকারি বাসে। বাসযাত্রী প্রত্যক্ষদর্শীদের কথায় রাত্রি প্রায় দেড়টা নাগাদ মুর্শিদাবাদের শেরপুর-খড়গ্রাম এলাকায় দুষ্কৃতীরা ৪২ সিটের ওই বাসে হানা দেয়। প্রথমেই লোহার রড দিয়ে ভেঙ্গে ফেলে হয় বাসের সামনের কাঁচ। চালক সহ কন্ডাক্টরকে মারধর করে যাত্রীদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে নির্ভয়ে লুটপাট চালায় দুষ্কৃতীর দল। ঘুমের ঘোরেই যাত্রীদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় সোনার গহনা, টাকা পয়সা, মোবাইল সহ দামী সামগ্রী। প্রতিবাদ করতেই মারধর করা হয়েছে যাত্রীদের। এমন ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছে বাসযাত্রীদের একাংশ। ঘটনার দীর্ঘ সময় পরে এলাকায় পৌছেছে পুলিশ বলে দাবি বাসযাত্রীদের। এমত অবস্থায় একপ্রকার চরম আতঙ্কের মধ্য দিয়ে এদিন সকালে ধর্মতলা পৌঁছেছে যাত্রীরা। এদিকে বিগত কয়েকদিন ধরে লাগাতার এমন ঘটনায় আতঙ্কে জেরবার পরিস্থিতি এনবিএসটিসি কর্মীদের মধ্যেও। ভয়ে অনেকেই দূরপাল্লার বাসে যেতে চাইছেন না।

আক্রান্ত বাসের কন্ডাক্টর মিঠু মণ্ডল বলেন, মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে লুটপাট চালিয়েছে দুষ্কৃতির দল। মারধর করা হয়েছে সকল যাত্রীকে। ছুরি চালিয়ে ভয় দেখানো হয় সকলকে। চরম আতঙ্কে পড়েন সকলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *