বন্দুকের বাঁটে মাথা ফাটিয়ে টাকা লুট 

আমাদের ভারত, মেদিনীপুর, ৭ ফেব্রুয়ারি: ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর প্রকাশ্য দিবালোকে শূন্যে গুলি চালিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই করল দুষ্কৃতীরা। পালানোর আগে বন্দুকের বাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল শিবু মাহাত নামে এক বাইক আরোহীর। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে খড়গপুর গ্রামীন থানার মাতকাৎপুর এলাকায়।

জানাগিয়েছে, দুই বাইক আরোহী খড়গপুর থেকে মেদিনীপুরের দিকে যাওয়ার সময় পেছন দিক থেকে বাইকে করে এসে তাদের পথ আটকায় মুখে কাপড় বাঁধা দুই দুষ্কৃতী। এরপরই শূন্যে গুলি চালিয়ে কেড়ে নেওয়া হয় শিবু মাহাত নামে ওই যুবকের কাছে থাকা টাকা ভর্তি একটি কালো ব্যাগ। বাধা দিতে গেলে বন্দুকের বাঁট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় তার। পরে খড়গপুর গ্রামীণ থানার পুলিশ এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, শিবু মাহাতো অ্যাক্সিস ব্যাংকের কালেকশন ডিপার্টমেন্টে কর্মরত রয়েছে। কালেকশনের টাকা নিয়ে ফেরার সময় বন্দুকবাজের হামলার মুখে পড়ে তারা। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here