শহিদ দিবসের পতাকা তোলাকে কেন্দ্র করে কোচবিহারে রবি-পার্থ দ্বন্দ্ব প্রকাশ্যে

আমাদের ভারত, কোচবিহার, ৩১ জুলাই: শহিদ দিবসেও কোচবিহারে শাসকদলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে পতাকা তোলাকে কেন্দ্র করে প্রাক্তন জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ ও বর্তমান জেলা সভাপতি পার্থ প্রতিম রায় এর দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো।

আজ সকাল ১০ টায় কোচবিহার শহরের মা ভবানী চৌপথিতে অবস্থিত জেলা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে পতাকা উত্তোলনের কথা ছিল নেতাদের। তবে সময়ের অনেক আগেই জেলা সভাপতি পার্থপ্রতিম রায় গিয়ে পতাকা তুলে দেন। এই নিয়ে বিতর্ক দেখা দিয়েছে, পরে রবীন্দ্রনাথ ঘোষ এর অনুগামীরা সেই পতাকা খুলে নতুন পতাকা লাগান। তারপর ১০ টা ৩০ মিনিট নাগাদ রাজ্য তৃণমূল কংগ্রেস সহ-সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ, জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান বিনয় কৃষ্ণ বর্মন সেখানে আবার শহিদ দিবসের পতাকা তোলেন।

এই নিয়ে জেলা সভাপতির বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছেন রবীন্দ্রনাথ ঘোষ অনুগামী বলে পরিচিত জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক খোকন মিয়া। তাঁর অভিযোগ দলের সবাই যখন একসাথে চলার চেষ্টা করছে তখন জেলা সভাপতি ভিন্ন পথে হাঁটছেন, তার দাবি আগে এসে পতাকা উত্তোলনের ঘটনা দুর্ভাগ্যজনক। এ ব্যাপারে রাজ্য নেতৃত্বের কাছে অভিযোগ জানানো হবে বলে তিনি দাবি করেছেন।

যদিও এই ব্যাপারে মুখ খোলেননি রবীন্দ্রনাথ ঘোষ, তিনি বলেন, “কে কি করেছে জানা নেই, আজ তাঁর কোন উত্তর দেব না, যেহেতু আজকে শহিদ দিবস তাই শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের কর্তব্য।”

এই নিয়ে বিতর্ক এড়িয়ে গিয়েছেন জেলা সভাপতি পার্থ প্রতিম রায়। তিনি বলেন, জেলা সভাপতি হিসেবে পতাকা উত্তোলন করেছি, কোন সময় হবে তা বলা হয়নি, যেহেতু অনেক অনুষ্ঠান ছিল তাই আগে থেকেই করা হয়েছে। যদিও খোকন মিয়ার বক্তব্য নিয়ে তিনি কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। তৃণমূলের এই দ্বন্দ্ব প্রকাশ্যে আসতেই কটাক্ষের সুর বিজেপির গলায়, নাটাবাড়ি কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী বলেন, “তৃণমূল কংগ্রেসের মধ্যে গণতন্ত্র বা সৌভ্রাতৃত্ব নেই, পুরনো কর্মীরা দল থেকে সরে যাচ্ছেন, দলের অবস্থা সাধারণ মানুষ দেখছে, দলটাই একটা প্রাইভেট কোম্পানি’।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *