ফেসবুকেই প্রশাসনকে হুমকি রোদ্দুর রায়ের, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের আর্জিতে ব্যানার হাতে শিক্ষকরা

সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ১২ মার্চ: রবীন্দ্র সঙ্গীতকে বিকৃত করে গাওয়ার জন্য ইতিমধ্যেই এফআইআর হয়েছে বিতর্কিত ইউটিউবার রোদ্দুর রায়ের নামে। কিন্তু তাতেও বিন্দুমাত্র যে ওই দমে যাননি স্বঘোষিত এই বিপ্লবী। ফের এক নতুন পোস্টে তাঁর ওপেন চ্যালেঞ্জ, ‘পারলে গ্রেফতার করে দেখা’ এই পোস্ট করেছে সে। এদিকে রোদ্দুর রায়কে গ্রেফতারির দাবি জানিয়ে ব্যানার নিয়ে কালীঘাট থানায় অভিযোগ জানানোর পর মুখ্যমন্ত্রীর বাড়িতেও হাজির হন পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের সদস্যরা।

মঙ্গলবারই রোদ্দুর রায়ের বিরুদ্ধে বেলেঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের সদস্যরা। তাঁদের কথায়, ওই ইউটিউবার যুব সমাজকে বিভ্রান্ত করছে। রোদ্দুর রায়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তাঁরা। বিকৃতমনস্ক ওই ব্যক্তিকে গ্রেফতার করার দাবিতে সরব হয়েছেন বিশ্ব ভারতীর পড়ুয়ারাও।

উল্লেখ্য, তাঁরই প্যারোডি করা রবীন্দ্রসঙ্গীত গেয়ে ও পিঠে লিখে রাজ্যজুড়ে ঝড় তুলেছে একদল পড়ুয়া। তারপরেই এই ব্যক্তির বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে ও মামলা দায়ের হয়েছে। বুধবার সকাল থেকেই একাধিক ফেসবুক পোস্ট করেছেন রোদ্দুর রায়। কোনও পোস্টে বলেছেন, সকাল থেকে বসে রয়েছি, কেউ এল না গ্রেফতার করতে। আবার কোনও পোস্টে বলেছেন, ‘কি রে পারলে গ্রেফতার করে দেখা।’ রোদ্দুর রায়ের এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন নেটিজেনরা।

আর রোদ্দুর রায়ের এই বেপরোয়া মনোভাব যে বাংলার অপসংস্কৃতির পালে আরও হাওয়া দিচ্ছে, এমন দাবি তুলেই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের আর্জি জানালেন পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের সদস্যরা। প্রতিটি জেলার মুখ্য থানায় অভিযোগ দায়েরের পর বৃহস্পতিবার সকালে কালীঘাট থানায় তারা এফআইআর করেন। তারপর
রোদ্দুর রায়কে গ্রেফতারি ও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানিয়ে ব্যানার নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে হাজির হন পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের সদস্যরা। পুলিশ জানিয়েছে, বিষয়টি নজরে রাখা হয়েছে। সঠিক সময়ে ব্যবস্থা নেওয়া হবে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here