রেলযাত্রীরা যাতে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করে, জওয়ানদের সেই পরামর্শ দিলেন আরপিফের আইজি

জে মাহাতো, মেদিনীপুর, ২৪ জুলাই: রেল যাত্রীরা সচেতন হয়ে মাস্ক পরলে এবং স্যানিটাইজার ব্যবহার করলে স্টেশন ও ট্রেনের মধ্যে কর্তব্যরত জাওয়ানদের সংক্রমণের সম্ভাবনা অনেকটাই কমে যাবে। তাই মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করা অত্যন্ত জরুরী। করোনা ভাইরাস সংক্রমণ প্রফেশনাল হ্যাজার্ড। শুক্রবার খডগপুরে আরপিএফের জোনাল ট্রেনি ইনস্টিটিউটে ৪৩৪ জন জাওয়ানের পাসিং আউট অনুষ্ঠানে উপস্থিত থেকে এই মন্তব্য করেন আরপিএফের আইজি দেবেন্দ্র কাসার। তিনি জানান খড়্গপুরে সামাজিক দূরত্ব বজায় রেখে এই জওয়ানদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *