আমাদের ভারত, মেদিনীপুর, ১৮ জুন: রেল সেতু থেকে ঝাঁপ দিয়ে রেল সুরক্ষা বাহিনীর এক আধিকারিক আত্মঘাতী হয়েছেন বলে খবর পাওয়া গেছে। দেরিতে পাওয়া খবরে জানা গেছে, বুধবার দুপুরের পর খড়্গপুর রেলের নিমপুরা ইয়ার্ড সংলগ্ন একটি রেল সেতুর উপর থেকে ঝাঁপ দেন রেল সুরক্ষা বাহিনীর অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর দীপক কুমার পন্ডা।
রেল সুরক্ষা বিভাগের জিআরপি সূত্রে জানা গেছে, বছর আটচল্লিশের ওই আধিকারিক খড়গপুর রেলস্টেশনের আরপিএফ আউটপোস্টে কর্মরত ছিলেন। থাকতেন সেটেলমেন্ট এলাকার রেল আবাসনে। ওড়িশার সোরো এলাকায় তার বাড়ি। খুব সম্ভবত পারিবারিক কলহ জনিত মানসিক অবসাদের কারণেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে আরপিএফ আধিকারিকরা জানিয়েছেন।