গোবরডাঙায় রেলকোয়ার্টার দখলকারীদের উচ্ছেদ করতে এসেও ফিরে গেল আরপিএফ কর্মীরা

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২০ জানুয়ারি: একের পর এক নোটিশ জারি করেও রেলের জায়গায় থাকা বাসিন্দাদের সরানো গেল না। পুনর্বাসন ছাড়া কোয়ার্টার ছাড়া হবে না, অনড় রেল কলোনির বাসিন্দারা। পিছু হটল আরপিএফ।

রেলের তরফে বুধবার বেলা ১১টা নাগাদ গোবরডাঙার সাহাপুর রেল কলোনিতে আসেন আরপিএফ কর্মীরা। সঙ্গে ছিল কয়েকজন ঠিকা কর্মী। উদ্দেশ্য ছিল রেল কোয়ার্টারে থাকা স্থানীয়দের সরিয়ে ইটের গাঁথনি করে কোয়াটারে ঢোকার দরজা আটকে দেওয়া হবে। তবে কোয়ার্টার ও কলোনির বাসিন্দাদের কাছে বাধা পেয়ে আরপিএফ পিছু হটতে বাধ্য হয়। বাসিন্দাদের দাবি, তাদের প্রত্যেকেরই আর্থিক সমস্যার কারণে রেলের জায়গায় বাস করতে হয়। তাদের এখন সরিয়ে দিলে, অন্য জায়গায় যাওয়ার মত সামর্থ্য নেই, তাই রেলের কাছে অনুরোধ তাদের যেন পুনর্বাসন দেওয়া হয়। পুনর্বাসন না দেওয়া পর্যন্ত তারা এলাকা ছাড়বেন না। প্রয়োজনে জীবন দিতে হলে তাই দেবেন।

প্রসঙ্গত কয়েক মাস আগে রেলওয়ে কোয়ার্টার ও কলোনির বাসিন্দাদের কলোনি ছেড়ে দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়। তার কিছুদিন বাদে আরপিএফ কর্মীরা জায়গা খালি করতে এসে বাধা পায়। পরবর্তীতে আরো একবার নোটিশ জারি করে বুধবার পর্যন্ত (২০/১/২০২১) সময়সীমা দেওয়া হয়। তবে এ দিনও আরপিএফ কর্মীরা স্থানীয়দের কাছে বাধাপ্রাপ্ত হয় ফিরে যায়। স্থানীয়দের কারো কারো মত, অন্তত বছর খানেক সময় দিলে কেউ কেউ অন্যত্র চলে যেতে পারবে তবে সবাই যেতে পারবে না তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতেই হবে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here