আমাদের ভারত, ব্যারাকপুর, ৬ জানুয়ারি: দিল্লি থেকে টিটাগড়ে দিদার বাড়িতে বেড়াতে এসে বোনের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল ১৫ বছরের কিশোরী রূপা চৌধুরী। ব্যারাকপুর রেল স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনে উঠে চলে যাওয়ার চেষ্টা করছিল ওই কিশোরী। তার আগেই ব্যারাকপুর রেল স্টেশনে আর পি এফ উদ্ধার করে ওই কিশোরীকে।
ওই কিশোরীকে খাইয়ে তারপর জেরা করে রেল পুলিশের কর্মীরা। সব জানার পর কিশোরীর মা কে ফোন করে টিটাগড় থেকে ডেকে অনে আর পি এফ কর্মীরা। বুধবার সন্ধ্যার পর ওই কিশোরীকে তার মায়ের হাতে তুলে দেয় আর পি এফ কর্মীরা।
এই ঘটনায় খুবই খুশি রূপার পরিবার। রূপা জানিয়েছে, সে আর এভাবে বাড়ি থেকে না বলে কোথাও পালিয়ে যাবে না। আর পি এফ আধিকারিক জয়ন্ত মুখোপাধ্যায় বলেন, “নাবালিকাকে বাড়িতে ফেরাতে পারলাম, ভালো লাগছে। পরিবারের অভিভাবকদের সচেতন হওয়া উচিত। সন্তানদের ভালো মন্দ বিষয় নিয়ে বাবা মায়ের খোলাখুলি আলোচনা করা উচিত। এরকম ঘটনা সমাজে না ঘটলেই ভালো।”