করোনা সন্দেহে হোম কয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের হাতে মেরে দেওয়া হবে রাবার স্ট্যাম্প

আমাদের ভারত,১৭ মার্চ:এবার নোভেল করোনাভাইরাসে কেউ আক্রান্ত হলে বা সন্দেহভাজন হলে তাদের বাঁ-হাতে মেরে দেওয়া হচ্ছে রাবার স্ট্যাম্প। ওই স্টাম্পে লেখা আছে হোম কয়ারেন্টাইন,মহারাষ্ট্রকে সুরক্ষিত করার জন্য গর্বিত, সঙ্গে থাকছে তারিখ। হ্যাঁ এমনটাই সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকার। হাসপাতাল থেকে ফেরার পর করোনা সন্দেহভাজন ব্যক্তিদের নিশ্চিতভাবে গৃহবন্দি রাখতেই এই ধরনের পদক্ষেপ নিচ্ছে সরকার বলে খবর।

এই মুহূর্তে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১২৫। কর্ণাটক, দিল্লির পর মহারাষ্ট্রে আরেক জনের মৃত্যু হয়েছে করোনায়। কেরলের পর মহারাষ্ট্রেই সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা। তাই সোমবার রাজ্যের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী উদ্বব ঠাকরে। ওই বৈঠকে সিদ্ধান্ত হয় কোয়ারেন্টাইন বা গৃহ পর্যবেক্ষণে থাকা ব্যক্তিদের হাতে রাবার স্ট্যাম্প মেরে দেওয়া হবে। করোনা আক্রান্ত বা করোনা আক্রান্ত সন্দেহভাজনদের সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করতেই পদক্ষেপ নিচ্ছে সরকার।

কিছুদিন আগে কোয়ারেন্টাইনে থাকা সাত ব্যক্তি পালিয়ে যাওয়ার খবর এসেছিল। তাই এবার হোম কোয়ারেন্টাইনদের ওপর নজরদারি চালাতে এই ব্যবস্থা নিয়েছে মহারাষ্ট্র সরকার।

সন্দেহভাজনদের অবশ্যই ১৪ দিন থাকতে হবে কোয়ারেন্টাইনে। আর ১৪ দিন পর্যন্তই থাকবে ওই রাবার স্ট্যাম্প বলে দাবি করেছে উদ্ধব ঠাকরে সরকার। মুখ্যমন্ত্রী জানান করোনায় আক্রান্ত হলে কেউ অপরাধী হয়ে যান না। তাকে উপযুক্ত চিকিৎসা ও মানসিক সহযোগিতা করা প্রয়োজন। আর জনগণের স্বার্থেই ইতিমধ্যে রাজ্যে মহামারী আইন প্রয়োগ করা হয়েছে। পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে ইতিমধ্যে ব্রিটিশ আমলে এই মহামারী আইন বলবৎ করা হয়েছে। পশ্চিমবঙ্গের মত মহারাষ্ট্রেও বন্ধ করে দেওয়া হয়েছে বিধানসভা। এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে বাজেট অধিবেশন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here