বড়োসড়ো পরিবর্তন আসতে চলেছে স্বাস্থ্য বীমার নিয়মাবলীতে

আমাদের ভারত, ৩০ সেপ্টেম্বর: স্বাস্থ্য বীমার নিয়মাবলী তে বড়োসড়ো পরিবর্তন হতে চলেছে। সূত্রের খবর ১ অক্টোবর থেকেই স্বাস্থ্য বীমার একাধিক ক্ষেত্রে নতুন নিয়ম লাগু হতে পারে। বীমার মেয়াদ, বীমা পাওয়ার সময়কালের ক্ষেত্রেও বড়োসড়ো পরিবর্তন হতে পারে। এই নতুন নিয়মে স্বাস্থ্য বীমার কভারেজ আরো বিস্তৃত হবে বলেই খবর। তবে তার সাথে বাড়তে পারে প্রিমিয়াম রেটও।

নতুন নিয়মের আওতায় অনেক নতুন রোগ বীমা নীতিমালার আওতায় চলে আসবে। মানসিক অসুস্থতা, জিনগত রোগও স্বাস্থ্য বীমার আওতায় আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে বিশেষজ্ঞদের ধারণা এর ফলে সাধারণ মানুষের বিমা খরচ প্রায় পাঁচ থেকে কুড়ি শতাংশ পর্যন্ত বাড়বে। নিউরো ডিসঅর্ডার, ওরাল কেমোথেরাপি, রোবটিক সার্জারি, স্টেম সেল থেরাপির মতো একাধিক জটিল অস্ত্রোপচার বীমা তালিকার অন্তর্ভুক্ত হবার সম্ভাবনা রয়েছে।

ইতিমধ্যে করোনাকে হাতিয়ার করেই স্বাস্থ্য বীমার প্রিমিয়াম এর পরিমাণ গত কয়েক মাসে অনেকটাই বাড়িয়ে নিয়েছে একাধিক কোম্পানি। অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে তা। মাথায় হাত পড়েছে বয়স্কদের। অথচ সবথেকে বেশি চিকিৎসার প্রয়োজন হয় বৃদ্ধ বয়সেই। অস্ত্রপ্রচার হলে সাধারণ মানুষের প্রয়োজন হয় স্বাস্থ্য বীমার। কিন্তু গত কয়েক মাসে প্রিমিয়াম রেট অনেকটাই বেড়ে যাওয়ায় অসুবিধায় পড়েছে সাধারণ মানুষ। যদিও সরকারও এই বিষয়টি একাধিকবার পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে বলে জানা গেছে। ওয়াকিবহাল মহলের ধারণা নতুন নিয়মের ফলে অসুস্থ অবস্থায় হাসপাতালের খরচ ওষুধ সহ আনুষঙ্গিক অন্যান্য খরচ কমলেও বার্ষিক প্রিমিয়াম রেট বেকায়দায় ফেলতে পারে সাধারণ মানুষকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *