করোনা নিয়ে গুজব ছড়ালে হতে পারে জরিমানা থেকে জেলও, অবস্থান স্পষ্ট পুলিশ কমিশনারের

সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ১৮ মার্চ: বর্তমানে বিশ্ব থেকে দেশ, শহর থেকে শহরতলি একটাই আতঙ্কে ভুগছে। তা হল করোনা আতঙ্ক। আর এই আতঙ্কের মাঝেই কলকাতাতেও এক প্রশাসনিক আমলার ছেলের দায়িত্বজ্ঞানহীনতায় মরণ কামড় বসিয়েছে নোভেল করোনা ভাইরাস।

তবে,এই আতঙ্কের মাঝে নানা রকম গুজব ছড়াতেও দেখা যায়। এবার সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ালে হতে পারে বিপুল পরিমাণ জরিমানা এমনকি জেলও। কঠিন পরিস্থিতি সামাল দিতে করোনা নিয়ে এবার গুজব ছড়ানো আটকাতে কঠোর কলকাতা পুলিশ।

পুলিশ সূত্রে খবর, করোনাভাইরাসের সংক্রমণ ও তার প্রতিরোধের ব্যবস্থা এবং কোভিড-১৯ থেকে প্রতিকারের উপায় নিয়ে গত কয়েকদিন ধরে সোশাল মিডিয়ায় বেশ কিছু মিথ্যা ও ভিত্তিহীন খবর ছড়াতে শুরু করেছে। সেই সঙ্গে কেউ কেউ জেনেই হোক বা অজান্তে গুজব ছড়াচ্ছেন।হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে এ ধরনের তথ্য, ফটো বা মিম এলে সেগুলির সত্যতা যাচাই না করেই ফরওয়ার্ড করে দিচ্ছেন। তাতে অযথা আতঙ্ক ও বিভ্রান্তি বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। তা বন্ধ করতেই এই পদক্ষেপ।

এখনও পর্যন্ত করোনাভাইরাসের কোনও টিকা বেরোয়নি। ফলে কোভিড-১৯ থেকে প্রতিকারের জন্য কেউ যদি কোনও টোটকার কথা বলেন, তা হলে তা পুরোপুরি লোক ঠকানো বলেই বিবেচনা করা যেতে পারে। সেই কারণেই টুইট করে পুলিশ কমিশনার অনুজ শর্মা লেখেন, ‘গুজবে কান দেবেন না। সত্যতা যাচাই করার আগে কোনও কিছু বিশ্বাস করবেন না। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে যাবতীয় সতর্কতামূলক ব্যবস্থা নিন। নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। আমরা এ ধরনের পোস্টের ওপর নজর রাখছি। কেউ মিথ্যে খবর বা গুজব ছড়ালে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here