কৃষক পুলিশ সংঘর্ষে উত্তপ্ত দিল্লি, বন্ধ ইন্টারনেট, বন্ধ মেট্রো স্টেশনের দরজা, নিরাপত্তা নিয়ে জরুরি বৈঠকে শাহ

আমাদের ভারত, ২৬ জানুয়ারি:প্রজাতন্ত্র দিবসের দিন কৃষকদের ট্রাক্টর মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের পরিস্থিতিতে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানী। ব্যারিকেড, লাঠিচার্জ, কাঁদানে গ্যাস সবকিছুকে উপেক্ষা করে কৃষকদের মিছিল পৌঁছে যায় লালকেল্লায়। এমনকি সেখানে উড়েছে কৃষক সংগঠনের পতাকাও। দিল্লির আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি বৈঠকে বসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বৈঠকের রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা ও দিল্লি পুলিশ কমিশনার এসএন শ্রীবাস্তব।

দিল্লির বহু এলাকায় কৃষক পুলিশের সংঘর্ষ হয়েছে। তা নিয়ে বিস্তারিত রিপোর্ট দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীকে। দিল্লির নিরাপত্তার স্বার্থে বেশ কিছু বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে বৈঠকে বলে মনে করা হচ্ছে। সেনা নামানোর চিন্তাভাবনা রয়েছে বলেও খবর।

ইতিমধ্যেই দিল্লির বেশ কিছু এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। দিল্লির অনেক বাসিন্দারাই জানিয়েছেন তাদের কাছে সরকারের তরফে মেসেজ পাঠানো হয়েছে,পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা আপনার এলাকায় বন্ধ করে রাখা হল। শুধু ইন্টারনেট পরিষেবা নয় দিল্লী মেট্রোরেল স্টেশনের একাধিক ঢোকা ও বেরোনোর গেট বন্ধ করে দেওয়া হয়েছে। বিক্ষোভের কারণে সরকারি সম্পত্তি ক্ষতি যাতে না হয় তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here