নারায়ণগড়ে সালাম বাংলা দৌড় প্রতিযোগিতা

আমাদের ভারত, মেদিনীপুর, ১০ জানুয়ারি: প্রতি বছরের মতো এবারও পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের মকরামপুরে সালাম বাংলা দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। মকরামপুর বাজার নবোদয় সংঘের আয়োজনে ১৯তম বর্ষের সারা রাজ্য ৮ মাইল দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন জেলা ও রাজ্যের প্রতিযোগিরা যোগ দিয়েছিলেন।

পুরুষ বিভাগে প্রথম হয়েছেন কাঁথির শাহিনুর মোল্লা, দ্বিতীয় ঝাড়খণ্ডের মুকুন্দ বানরা, তৃতীয় শালবনির কৃষ্ণ হেমরম। মহিলা বিভাগে প্রথম হন দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বাসন্তী ঘোষ, দ্বিতীয় টাটানগরের শাকরো বেশরা এবং তৃতীয় হয়েছেন কেশিয়াড়ির পূর্ণিমা মাহাতো। তাদের সকলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগড়ের সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী বিশ্বজিত ঘোষ এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শ্রী সূর্যকান্ত অট্ট।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here