আমাদের ভারত, মুর্শিদাবাদ, ৩০ নভেম্বর: আবারও কান্দি মহকুমায় মানবিক পুলিশের নজির ধরা পড়ল। সোমবার কান্দি মহকুমার সালার থানার ওসি ইন্দ্রনীল মহান্তের উদ্যোগে দুঃস্থ ও আর্ত মানুষদের বস্ত্রদান কর্মসূচি নেওয়া হল। সোমবার সকাল থেকে বিভিন্ন দুঃস্থ এলাকায় সালার থানার ওসি ইন্দ্রনীল মহান্তের উদ্যোগে বস্ত্র দান করে তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করা হয়েছে। ওসি ইন্দ্রনীল মহান্ত জানিয়েছেন, এই কর্মসূচি এখনো বেশ কয়েক দিন চলবে। আজ সালার থানার পক্ষ থেকে ৮০০ জন দুঃস্থ মানুষকে বস্ত্রদান করা হয়েছে। তিনি জানিয়েছেন, দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে।