“সোনিয়া গান্ধীর বাবা তো হিটলার বাহিনীর সদস্য ছিলেন”, আদনান বিতর্কের পাল্টা দিলেন সম্বিত

আমাদের ভারত,২৭ জানুয়ারি: বিতর্ক শুরু হয়েছিল সংগীত শিল্পী আদনান শামিকে পদ্ম সম্মান দেওয়া নিয়ে। সেই কটাক্ষের জবাব দিতে গিয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে আক্রমণ করলেন বিজেপি নেতা সম্বিত পাত্র। সোমবার সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা বলেন, ‘সোনিয়া গান্ধীর বাবাও তো হিটলারের বাহিনীর সদস্য ছিল”।

জন্মসূত্রে পাকিস্তানি আদনান শামিকে পদ্ম সম্মান দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছিল কংগ্রেস। তাদের অভিযোগ “এনআরসি পর কারগিল যুদ্ধে লড়াই করা অবসরপ্রাপ্ত সেনা অফিসার মোহাম্মদ শানাউল্লাহকে বিদেশী ঘোষণা করা হলো। অথচ আদনান সামির পরিবার ভারতের বিরুদ্ধে লড়াই করেছিল। তবু তাকে দেওয়া হল পদ্ম সম্মান। এটাই এনআরসি ও সরকারি চামচাগিরির ম্যাজিক।”
কংগ্রেসের মুখপাত্র শেরগিল এভাবেই কেন্দ্র সরকারকে আদনান প্রসঙ্গে কটাক্ষ করেছিল। এবার তার পাল্টা দিতে গিয়ে বিজেপি নেতা সম্বিত পাত্র বলেন, “সোনিয়া গান্ধীর বাবাও তো হিটলারের বাহিনীর সদস্য ছিল।” তার প্রশ্ন, “ওনাকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া নিয়ে কি কংগ্রেসে কোন প্রশ্ন উঠেছিল?”

প্রসঙ্গত উল্লেখ্য, জন্মসূত্রে পাকিস্তানি হলেও গায়ক আদনান শামিকে ২০১৬ তে ভারত নাগরিকত্ব দিয়েছে। তারপর থেকে তিনি ভারতেই থাকেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here