সংশোধিত নাগরিকত্ব আইনের অপপ্রচারের বিরুদ্ধে “সম্পর্ক যাত্রা” মালদা জেলা বিজেপির

আমাদের ভারত, মালদা, ৫ জানুয়ারি: সংশোধিত নাগরিকত্ব আইনের অপপ্রচারের বিরুদ্ধে সম্পর্ক অভিযান যাত্রা শুরু করল মালদা জেলা বিজেপি। এদিন ইংরেজবাজার থানার সীমান্ত এলাকার গাদোয়া মোড় থেকে প্রচার শুরু হয়। এই যাত্রায় উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, রাজ্য বিজেপির সাধরণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় সহ জেলা নেতৃত্ব।

সিএএ আইন পাস হওয়ার পর থেকেই দেশজুড়ে বিরোধী দলগুলি তান্ডব চালায়। যার ফলে মানুষের মধ্যে ভুল বার্তা যায়। একের পর এক রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট করে তাণ্ডবের নামে ধ্বংসলীলা চালায়। এর বিরুদ্ধে মানুষকে সচেতন করতে পথে নামে বিজেপি। এদিন মালদা জেলার সীমান্ত লাগোয়া এলাকায় নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে মানুষকে বোঝাতে বাড়ি বাড়ি গিয়ে সম্পর্ক যাত্রা করেন। মানুষকে বোঝান।

উত্তর মালদার সংসদ খগেন মুর্মু বলেন, এই আইন বলবৎ হওয়ার পর থেকে বিরোধী দলগুলির পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। মানুষকে হিংসার মধ্যে ফেলে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে তারা। মানুষকে সরকারি সম্পত্তি নষ্ট করার জন্য লেলিয়ে দেওয়া হচ্ছে। সেই কারণেই আমরা পথে নেমে মানুষকে বোঝাতে শুরু করেছি।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here