
পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ এপ্রিল: শনিবার থেকে শুরু হওয়া দুয়ারে সরকার শিবিরে এসেই মিলল প্রতিবন্ধী শংসাপত্র ও ভাতা। পশ্চিম মেদিনীপুর জেলায় এদিন ৮৩৭টি শিবির হয়েছে। ৪৬০টি ভ্রাম্যমাণ শিবির হয়েছে বলে জানিয়েছেন জেলা শাসক খুরশেদ আলী কাদেরী।
জেলা শাসক ও পুলিশ সুপার এদিন দুপুরে মেদিনীপুর অলিগঞ্জ বালিকা বিদ্যালয়ের শিবিরে যান। সেখানে এক মানসিক প্রতিবন্ধী মহিলাকে দেখে জেলা শাসক শিবিরে উপস্থিত চিকিৎসকদের জানান, তিনি কত শতাংশ প্রতিবন্ধী তাঁরা যেন দ্রুত জানান। রিপোর্ট দেওয়া হয় ৬৫ শতাংশ। এরপরই জেলা শাসক তাঁর হাতে প্রতিবন্ধী শংসাপত্র এবং প্রতিমাসে ১ হাজার টাকা করে পাওয়ার জন্য প্রতিবন্ধী ভাতার কাগজপত্র তুলে দেন। এমাস থেকেই তিনি এই ভাতা পাবেন। শিবিরে এসে খুশি সঙ্গীতা সিং নামে ওই প্রতিবন্ধী মহিলা।
জেলা শাসক জানান, এদিন দুপুর পর্যন্ত ১৬৩৬৬ জন শিবিরে এসেছেন। এরমধ্যে ১০৫৩৪ জন মহিলা। লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন জমা পড়েছে ৪৭৬৫ জনের। এছাড়াও স্বাস্থ্য সাথী, কৃষক ভাতা, বিধবা ভাতা সহ অন্যান্য মানবিক প্রকল্পের জন্য আবেদন জমা পড়েছে। খুব ভালো সাড়া পাওয়া গেছে। ষষ্ঠ পর্যায়ে এই জেলায়
৫৩০০টি শিবির হবে। এর মধ্যে ৪৬০০টি শিবির হবে গ্রামাঞ্চলে। বাকিগুলি পুরসভা এলাকায়।